এই সময়: ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে চলতি ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্যশিবির সোমবার পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ এ দিন পিকে হাইস্কুল ময়দানের মডেল ক্যাম্পে প্রথমে যান। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ মণ্ডল, তৃণমূলের বিধায়ক তথা ডাক্তার নেতা নির্মল মাজি।
ক্যাম্প পরিদর্শন প্রসঙ্গে রাতে অভিষেক ফেসবুকে লিখেছেন, ‘চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কুর্নিশ জানাই। তাঁদের অক্লান্ত পরিশ্রমে এই প্রয়াস এগিয়ে চলেছে। শিবিরে উপস্থিতি মানুষের প্রয়োজন বোঝার জন্য উপস্থিত ছিলাম, নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে সর্বদা থাকব।’
ক্যাম্পে বাংলার মনীষীদের পাশাপাশি গৌতম বুদ্ধের মূর্তিতে ফুল দেন তিনি। যাঁরা স্বাস্থ্যপরীক্ষা করাতে এসেছিলেন, তাঁদের সঙ্গে হাতও মেলান। বড় এলাকা নিয়ে এই মডেল ক্যাম্প হওয়ায় প্রচুর মানুষ এ দিন স্বাস্থ্য পরীক্ষায় আসেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন অভিষেক। বেশ কয়েকটি শিশুর চিকিৎসা নিয়ে বিশদ খোঁজখবরও করেন। কিছু শিশুর উন্নত চিকিৎসার বন্দোবস্তের জন্য ক্যাম্পের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এদের সমস্যা বেশ জটিল।
বিশেষ ভাবে সক্ষমদের হুইলচেয়ার দেওয়া হয়েছে। অভিষেক নিজে এক প্রবীণ নাগরিক–সহ অনেকের হাতে হুইলচেয়ার তুলে দেন, তাঁদের পরিজনের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের পাশের মডেল ক্যাম্পে যান, বাংলার মনীষীদের ও বুদ্ধের মূর্তিতে ফুল দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ক্যাম্পেও যাঁরা স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন, তাঁদের অনেকের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসা নিয়ে খোঁজখবর করেন। ক্যাম্পটিতে আইসিইউ–ও আছে। সেখানে এক রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসা সম্পর্কে বিশদে খোঁজ নেন অভিষেক। হুইলচেয়ারে বসা এক ব্যক্তি কিছু সমস্যার কথা সাংসদকে জানান। তা নিয়েও পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক। ‘সেবাশ্রয়–২’ শুরুর পরে চার সপ্তাহে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।