• ‘প্রতিদিন বিদ্বেষ উসকে দেওয়া হচ্ছে’, উত্তরাখণ্ডে ত্রিপুরার পড়ুয়া খুনের ঘটনায় বিজেপিকে নিশানা রাহুলের
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বিদ্বেষের শিকার ত্রিপুরার তরুণ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমা। বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে, ছুরির আঘাতে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

    সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই মিশেলের সঙ্গে যা ঘটেছে, তা ভয়াবহ ঘৃণার নিদর্শন। ঘৃণা একদিনে প্রকাশ পায় না। বছরের পর বছর ধরে তরুণদের মাথায় বিষাক্ত তথা দায়িত্বজ্ঞানহীন বিষয়বস্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই বিদ্বেষপ্রবণতাকে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্ব স্বাভাবিক বিষয় করে তুলেছে।’ রাহুল আরও লিখেছেন, ভারত শ্রদ্ধা ও ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছে, ভয় ও ঘৃণার ভিত্তিতে নয়। চাকমা পরিবার এবং ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।’ একইসুরে হত্যাকাণ্ডের নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব সহ অন্যান্য বিরোধী নেতারাও। এদিকে, দেরাদুনের স্থানীয় থানার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অ্যাঞ্জেলের বাবা  তরুণপ্রসাদ চাকমা। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর পুলিশ প্রথমে এফআইআর নিতে চায়নি। বিষয়টিকে ‘ছোটো ঘটনা’ বলে এড়িয়ে যেতে চায় তারা। পরে অ্যাঞ্জেলের পরিবার দেরাদুন গেলে পুলিশ এফআইআর দায়ের করে।

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ত্রিপুরার ছাত্রের এভাবে মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলবেন। এদিকে, সমালোচনা শুরু হওয়ার পর সোমবার অ্যাঞ্জেলের বাবার সঙ্গে ফোনে কথা বলেন ধামি। তিনি বলেছেন, সরকার অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করবে। 

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বহু পড়ুয়া দেরাদুনে পড়াশোনা করতে আসে। কিন্তু এরকম পরিস্থিতি আগে কোনওদিনও ছিল না। পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সম্ভবত নেপালে পালিয়ে গিয়েছে। তাকেও ধরার চেষ্টা চলছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেছেন ধামি। মূল অভিযুক্তকে ধরে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোৎকিশোর মানিক্য দেববর্মা।
  • Link to this news (বর্তমান)