• নাবালিকাকে অ্যাসিড হামলার ভয় দেখিয়ে ধর্ষণ প্রেমিকের, ধৃত বাবা
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • গুয়াহাটি: প্রেমিকের যৌনতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নাবালিকা। সেই আক্রোশে তাকে ধর্ষণ করল প্রেমিক। শিলচরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমে। ছেলের কুকাজকে সমর্থনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি ধর্ম প্রচারের কাজও করেন। পলাতক অভিযুক্তের খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করেছে অসম পুলিশ। তার বিরুদ্ধে কাছাড়ে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, শেষবার অভিযুক্তকে দেখা গিয়েছে বেঙ্গালরুতে। তার সন্ধানে ডিজিটাল এভিডেন্স অ্যানালাইজ শুরু হচ্ছে। 

    ১৬ বছরের নাবালিকা জানিয়েছে, এক বছর আগে তাকে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক। এরপর বছর ১৯-এর ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তবে যুবক প্রায়ই শারীরিক সম্পর্কের জন্য চাপ দিত। শারীরিক সম্পর্ক না করলে নাবালিকাকে অ্যাসিড হামালার ভয় দেখানো হয়। শুধু তাই নয়, তারে পরিবারের লোকজনকেও মারধর করা হবে বলে জানিয়েছিল অভিযুক্ত প্রেমিক। ১৫ ডিসেম্বর পুলিশের কাছে নাবালিকা অভিযোগ দায়ের করেন। তাতে সে জানিয়েছে, ‘সম্প্রতি বাড়িতে একা ছিলাম। সে সময় বাড়িতে ঢুকে আমার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এবং ছবি ক্যামেরা বন্দি করে। সেই ছবি-ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় সে। পাশাপাশি পরিবারের লোকজনকেও প্রাণে মারার হুমকি দেয়। আতান্তরে পড়ে আমি তার প্রস্তাব মেনে নিই।’ নাবালিকা আরও জানিয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই ছবি-ভিডিও বিকৃত করে সে। সোশ্যাল মিডিয়ায় নাবালিকার নামে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সেগুলি ছড়িয়ে দেয় যুবক। তার মা বলেন, ‘আমার মেয়ে মেধাবী ছাত্রী। লোকলজ্জা এবং আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।’ নাবালিকার অভিযোগের ভিত্তিতে মহিলার সম্ভ্রমহানি, ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)