বক্সায় বার্ড ফেস্টিভ্যাল শুরু ৬ জানুয়ারি, যোগ দেবেন দেশ-বিদেশের পক্ষী বিশারদরা
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্প, রাজ্যের একমাত্র বনাঞ্চল যেখানে টানা প্রতি বছর বার্ড ফেস্টিভ্যাল হচ্ছে। এবার অষ্টম বক্সা বার্ড ফেস্টিভ্যাল শুরু হবে ৬ জানুয়ারি থেকে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। মাঝে অবশ্য বিশেষ কারণে এক বছর বক্সায় এই বার্ড ফেস্টিভ্যাল বন্ধ ছিল।
বক্সাকে বলা হয় পাখির স্বর্গরাজ্য। টানা এত বছর নিয়ম করে রাজ্যের আর কোনও বনাঞ্চলে এরকম বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় না। এবারের বক্সা বার্ড ফেস্টিভ্যালের মূল ক্যাম্প হবে জয়ন্তী রেঞ্জের মাঠে। ইতিমধ্যেই দেশের ও রাজ্যের পাখি বিশেষজ্ঞদের সঙ্গে বনদপ্তরের চূড়ান্ত কথাবার্তা হয়েছে। যোগাযোগ করা হয়েছে পাখি পর্যবেক্ষণ আগ্রহীদের সঙ্গেও।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, এবারের বার্ড ফেস্টিভ্যালে দেশ ও রাজ্যের পাঁচ থেকে ছ’জন পাখি বিশেষজ্ঞ থাকবেন। পাখি পর্যবেক্ষণে অংশ নেবেন ১৬-১৮ জন। তাঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এবার বার্ড ফেস্টিভ্যালের সময় ঘন কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে পাখি পর্যবেক্ষণে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বক্সার পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা বলেন, এই আশঙ্কা একেবারেই অমূলক। কারণ পাখি পর্যবেক্ষণ শুরু হবে একটু বেলা করে দিনের বেলায়। ফলে পাখি পর্যবেক্ষণে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
পাখি ও বনদপ্তরের বিশেষজ্ঞদের মতে বক্সায় ৪৫০ প্রজাতির নাম না জানা পাখি আছে। দেশে তো বটেই পৃথিবীর আর কোনও জঙ্গলে পাখির এই বৈচিত্র্য নেই। বনদপ্তর জানিয়েছে, ষষ্ঠ বক্সা বার্ড ফেস্টিভ্যালে ২৫৯ প্রজাতির পাখির সন্ধান মিলেছিল। সপ্তম বক্সা বার্ড ফেস্টিভ্যালে দেখা মিলেছিল ২২৬ প্রজাতির পাখির। এবারের বার্ড ফেস্টিভ্যালে বনদপ্তরের টার্গেট ৩০০-৩৫০টি প্রজাতির পাখি চিহ্নিত করা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জয়ন্তী রেঞ্জের মাঠ থেকে এবার বক্সার সংরক্ষিত জঙ্গলের চারটি রুট ধরে পাখি পর্যবেক্ষণ হবে। পাখি পর্যবেক্ষণে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা জয়ন্তী রেঞ্জের মাঠেই তাঁবু করে থাকবেন। প্রতিদিন পাখি পর্যবেক্ষণের পর পাখি পর্যবেক্ষণ নিয়ে টেকনিক্যাল ক্লাস ও আলোচনাও হবে।
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, রাজ্যের সুন্দরবনের জঙ্গলে গত তিন বছর ধরে বার্ড ফেস্টিভ্যাল হচ্ছে। সেখানে বক্সা বার্ড ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ২০১৭ সালে। বক্সা বার্ড ফেস্টিভ্যালের গুরুত্ব অপরিসীম। দেশ তো বটেই পৃথিবীর আর কোনও দেশে বক্সার মতো পাখিদের এত বৈচিত্র্য দেখা যায় না। • বক্সায় দেখতে পাওয়া নানা পাখি। - নিজস্ব চিত্র।