জঙ্গলমহলে মোরগ লড়াইয়ে জখম হচ্ছেন দর্শকরা, সচেতনতায় প্রচারে নামবে পুলিশ
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জঙ্গলমহলের জনপ্রিয় খেলা মোরগ লড়াই। শীতে গ্ৰামীন এলাকায় মোরগ লড়াই দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন। মোরগ লড়াই ঝুঁকিপূর্ণ খেলা। মোরগের পায়ে লাগানো কাইত বা ছুরির আঘাতে মৃত্যুও জখমের ঘটনায় উদ্বেগ বাড়ছে। জেলা পুলিশের তরফে মোরগ লড়াই নিয়ে সচেতনতা প্রচারে জোর বাড়ানো হচ্ছে।
ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, মোরগ লড়াই এখানকার ঐতিহ্যবাহী খেলা। গ্ৰামবাসীদের সঙ্গে নিয়েই ঝুঁকিপূর্ণ এই খেলা সম্বন্ধে সচেতনতা বাড়ানো হবে।
মোরগ লড়াই ঝাড়গ্রামের এক ঐতিহ্যবাহী খেলা। শ্বাসরুদ্ধকর এই খেলা দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। লড়াইয়ের আগে মোরগদের পায়ে ছুরি লাগিয়ে দেওয়া হয়। একপক্ষ যতক্ষণ না পরাজিত হয় ততক্ষণ খেলা চলে। দু’টি মোরগ ক্রমাগত একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালায়। শূন্যে উড়ে আক্রমণের সময় দর্শকরা অনেকসময় জখম হন। ঝাড়গ্রাম ব্লকের টিয়াকাটি গ্ৰামে মোরগ লড়াই চলাকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের এক বাসিন্দা গুরতর জখম হন। রাতে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শনি বার দুপুরে অন্য এলাকার মোরগ লড়াইয়ে আরও দুইজন জখম হয়ে ঝাড়গ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বিনপুর -২ ব্লকের এক বাসি ন্দা রবিবার মোরগ লড়াই অনুশীলন করতে গিয়ে হাতে চোট পান। মোরগের পায়ে লাগানো ছুরির আঘাতে একাধিক ব্যক্তির জখম হওয়ার ঘটনা সামনে আসতেই পুলিশ নড়েচড়ে বসেছে। জেলার বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। মোরগ লড়াইয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।মোরগ লড়াই জঙ্গল মহলের বাসিন্দাদের কাছে শুধু বিনোদন নয়। এই খেলা জঙ্গলমলের ঐতিহ্যের অঙ্গ। জেলাপুলিশ স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সতর্কভাবে এগোতে চাইছে। ঝুঁকিবহুল মোরগ লড়াইয়ে বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
গোপীবল্লভপুর এলাকার বুলবুল লড়াই বন্ধ করে দেওয়া হয়। যারজেরে জেলার নানা মহলে বিরুপ প্রভাব পড়ে। মোরগ লড়াইয়ের ক্ষেত্রে ধীরে চলার নীতি নেওয়া হচ্ছে। টিয়াকাটি এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিবছর শীতে এখানে জমজমাট মোরগ লড়াইয়ে আসর বসে। স্থানীয় গ্ৰামবাসীরা মোরগ লড়াই দেখতে আসেন। মোরগ লড়াই চলা কলে আখড়ার চারপাশে ভীড় করে থাকেন। যার জেরে দুর্ঘটনা ঘটে। মোরগ লড়াইয়ের সময় আরও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে।ভুলাভেদা গ্ৰাম পঞ্চায়েতের অখুলডোবা গ্ৰামে বাসিন্দা অনূম সর্দার বলেন, জানুয়ারির ১ তারিখে গ্ৰামে মেলা বসবে। মোরগ লড়াইয়ের আসর বসবে। মোরগ লড়াইয়ের সময় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। -নিজস্ব চিত্র