• অভিষেকের সভায় ৫ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট দিলেন অনুব্রত
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় পাঁচ লক্ষ মানুষকে জমায়েত করতে হবে। সোমবার তারাপীঠ ঢোকার আগে একটি লজে মিটিং করে নেতা-কর্মীদের সাফ জানিয়ে দিলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। কোন ব্লক থেকে কত লোক নিয়ে আসতে হবে, সেই টার্গেটও তিনি বেঁধে দেন। 

    আগামী ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুর গ্রামের কাছে জাতীয় সড়কের ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসছেন। সামনে নির্বাচন ও এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাঁর এই সভা দলের নেতা-কর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন সেই সভাস্থলের মাঠ পরিদর্শন করেন জেলা কোর কমিটির সদস্যরা। যদিও আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ছাড়া কোর কমিটির বাকি সদস্যরা অনুপস্থিত ছিলেন। অনুব্রত মাঠ দেখে কোথায় স্টেজ হবে, কোনদিক দিয়ে লোক প্রবেশ করবে, সেই সব দেখিয়ে দেন। পরে তারাপীঠ ঢোকার আগে একটি লজে তাঁরা বৈঠক করেন। সেখানে রামপুরহাট মহকুমার বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও শাখা সংগঠনের নেতারা ছিলেন। 

    আশিসবাবু বলেন, হাতে অল্প সময়। ৩০ ডিসেম্বরও জেলা কমিটির বৈঠক হবে। সভায় লোক আনার জন্য এখন থেকে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। মাঠ ভরানোর টার্গেট আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে এই সভা হবে আমাদের শক্তি প্রদর্শন। 

    অনুব্রত কোন ব্লক ও শহর থেকে কত লোক সভায় নিয়ে আসতে হবে, তার টার্গেট বেঁধে দেন। তিনি বলেন, যদি লোক আনতে না পার, তখন বলবে এই যা, তাহলে দলও বলে দেবে এই যা। একথা বলতে এক সেকেন্ড লাগবে না। সভাটা রামপুরহাট বেস। তাই রামপুরহাট টাউন ছাড়াও যেন ৫০ হাজার লোক আসেন। রামপুরহাট-২ ব্লক থেকেও ৬০ হাজার লোক আনতে হবে। ময়ূরেশ্বর-১ ও ২ ব্লক থেকে ৩৫ হাজার লোক আনতে হবে। কোনও কাহিনি শুনব না। সব মিলিয়ে রামপুরহাট মহকুমা থেকেই  তিন লক্ষ মানুষকে নিয়ে আসতে হবে। বাকি জেলার অন্যান্য ব্লক থেকে লোক আসবে। শাখা সংগঠনগুলিকেও উদ্যোগী হতে হবে। 

    কোর কমিটির সকল সদস্য না থাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আহ্বায়ক অনুব্রত বলেন, সকলকে মেসেজ দেওয়া হয়েছিল।
  • Link to this news (বর্তমান)