• দু’বার নোটিশ পেয়েও শুনানিতে হাজির হতে না পারলে কমিশনের কাছে সময় চাইতে হবে
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দু’বার নোটিশ দেওয়ার পরও শুনানি কেন্দ্রে হাজির হতে না পারলে কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করতে হবে। প্রথমবার নোটিশ দেওয়ার পরও শুনানি কেন্দ্রে অনেকেই হাজির হতে পারেননি। তাঁদের অনেকে অসুস্থ রয়েছেন। আবার কেউ অন্য রাজ্যে কিংবা বিদেশে রয়েছেন। তাঁরা পাঁচদিনের নোটিশে আসতে পারেননি। কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁদের আবারও একবার নোটিশ করা হবে। সেবারও আসতে না পারলে কমিশন আরও একবার সময় দেবে। তবে, সেক্ষেত্রে কমিশনের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে।

    কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ৮৫ ঊর্ধ্ব ভোটারদের বাড়িতেই শুনানি হবে বলে মৌখিকভাবে জানানো হয়েছিল। কিন্তু লিখিত কোনও নির্দেশ এখনও জেলায় আসেনি। সেই কারণে ৯০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদেরও শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। তাঁদের অনেকেই অসুস্থ। এক আধিকারিক বলেন, কমিশন বেশিরভাগ নির্দেশ মৌখিকভাবে দিচ্ছে। ৮৫ ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানির ব্যবস্থা করা জরুরি। কিন্তু তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। কমিশন নির্দেশ দিয়েছে, শুনানির সময় ইআরও, সুপারভাইজারদের সঙ্গে মাইক্রো অবজার্ভারদেরও থাকতে হবে। সেক্ষেত্রে সমস্ত আধিকারিককে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে যেতে হবে। তাহলে শুনানি কেন্দ্রে সমস্যা হতে পারে। ৮৫ ঊর্ধ্ব ভোটারদের জন্য আলাদা টিম তৈরি হলে সমস্যা হত না। বিভিন্ন জায়গায় তা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। শুনানি কেন্দ্রগুলিতে কেন বিএলএ-২’দের থাকতে দেওয়া হবে না, তা নিয়ে তৃণমূল প্রশ্ন তোলে। এদিন তারা বিভিন্ন শুনানি কেন্দ্রে গিয়ে তা জানতে চায়। তাতে ভাতার সহ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়। বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহরায় বলেন, বিএলএরা বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি গেলেন। অথচ তাঁদের শুনানি কেন্দ্রে রাখা হল না। এর পিছনে কী রহস্য রয়েছে, বোঝা দায়। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, তৃণমূল বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমাদেরও বিভিন্ন দাবি রয়েছে। তা লিখিতভাবে দিয়েছি। কোথাও অশান্তি হয়নি।

    কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, যারা প্রথম শুনানিতে হাজির হতে পারছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। সেই তালিকা বিএলওদের দেওয়া হয়েছে। সেইমতো তাঁরা পরে আবার শুনানি কেন্দ্রে তাদের ডেকে পাঠাবেন। তবে, কবে থেকে দ্বিতীয়বারের জন্য ডাকা হবে, তা এখনও স্পষ্ট হয়নি।
  • Link to this news (বর্তমান)