• মিঠুনও মতুয়াদের নাগরিকত্ব নিয়ে চুপ, ক্ষোভ বাড়ছে
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: মতুয়া অধ্যুষিত বেতাইয়ে এসে এসআইআর কিংবা তাঁদের নাগরিকত্ব ইস্যুতে কোনও কথা না বলায় হতাশ বেতাইয়ের মতুয়া সম্প্রদায়ের লোকজন। সোমবার তেহট্ট থানার বেতাই-২ গ্রাম পঞ্চায়েতের বিপ্লবী যুব সংঘের মাঠে একটি জনসভায় এসছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই সভায় কোনও বক্তা মতুয়াদের সমস্যা নিয়ে উচ্চবাচ্য করেননি।  সোমবার বিকেলে তেহট্ট থানার বেতাই ২ পঞ্চায়েতের বিপ্লবী যুব সংঘের মাঠে দলের ‘পরিবর্তন সংকল্প সভা’-এ এসেছিলেন মিঠুন। ছিলেন বিজেপি উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক নেতানেত্রী। শুরুতেই মিঠুন তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন। বলেন, দুর্নীতির কথা বললে সকাল হয়ে যাবে। কাজ নেই, সুযোগও নেই। পাশাপাশি সভা থেকে তিনি একাধিকবার বাংলাদেশের প্রসঙ্গও টানলেন। ওপার বাংলায় দিপু দাসের হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ওদিকে কিছু ঘটলে আমরা প্রতিবাদ করতেও পারবে না! আরও বলেন,এই বাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে না তো? মায়ের গান করা যাবে না এখানে? বাংলাকে বাঁচাতে হবে। বর্তমান সরকারের পতনের জন্য এক ছাতার তলায় এসে ভোট করা এবং বিজেপিকে জেতানোর আবেদন জানান। এদিন সভার শেষে মতুয়া সম্প্রদায়ের বেশ কয়েকজনকে বলতে শোনা যায়, এসেছিলাম নাগরিকত্ব নিয়ে কিছু আশার কথা শুনতে। সেটা আর শুনতে পেলাম না। প্রধানমন্ত্রীর মুখে যেমন শুনতে পাইনি, ঠিক তেমন এদিনও পেলাম না। আমরা সেই তিমিরেই রয়ে গেলাম।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)