• নামী প্রাইভেট হাসপাতালের চার ভাগের এক ভাগ খরচে অপারেশন ‘অনন্য’-তে
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • বিশ্বজিৎ দাস, কলকাতা: তিন দিনের প্যাকেজে ল্যাপ কোলি বা ল্যাপারোস্কপিক পদ্ধতিতে গলব্লাডারের স্টোনের অপারেশন। খরচ ৩৩ হাজার টাকা! তিন দিনের প্যাকেজে মেস সমেত হার্নিয়া অপারেশন, তাও মাত্র ৩৩ হাজার টাকায়। হাঁটু প্রতিস্থাপন (একদিকের) চার দিনের প্যাকেজের খরচ মাত্র ৭০ হাজার টাকা  (ইমপ্লান্ট বাদে)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য সব প্যাকেজে একের পর এক অপারেশন হচ্ছে বাজেট হাসপাতাল ‘অনন্য’তে। তাও আবার টিভি, ফ্রিজ, সোফা, অ্যাটেনডেন্টের ব্যবস্থা সহ প্রাইভেট কেবিনে। ওষুধ, টেস্ট, ডাক্তারের ফিজ, খাওয়াদাওয়া সব মিলিয়ে এই খরচ। নেই কোনও ‘হিডেন কস্ট’। এখনও পর্যন্ত এভাবে ৩৭ জনের অপারেশন সম্পূর্ণ হয়েছে। 

    ওয়াকিবহাল মহলের মতে, এভাবে কম খরচে সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে বিপ্লব করে ফেলেছেন মমতা। যোগ্য সঙ্গত দিচ্ছেন পিজির চিকিৎসক থেকে প্রশাসক। কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য? শহরের ক্যাটিগরি এ স্তরের কর্পোরেট হাসপাতালগুলিতে গলস্টোন বা হার্নিয়া অপারেশনের খরচ প্রাইভেট রুমে ২ লক্ষ টাকার কাছাকাছি। এসব জায়গায় রোগীকে জেনারেল বেডে রেখে এই অপারেশনের সর্বনিম্ন খরচও ৯০ হাজার টাকার কাছাকাছি। ক্যাটিগরি বি বা সি স্তরের হাসপাতালের অপারেশন খরচও ‘অনন্য’র খরচের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি। ই এম বাইপাস লাগোয়া একাধিক প্রাইভেট হাসপাতালে রোগীকে প্রাইভেট রুমে রেখে একদিকের হাঁটু প্রতিস্থাপনের খরচ তিন লক্ষ টাকার বেশি( ইমপ্লান্ট ছাড়া)। যা ‘অনন্য’র খরচের চার গুণ! 

    প্রায় ১০ বছর আগে ন্যায্য মূল্যের ওষুধের দোকান শুরু করে মমতা বুঝিয়ে দিয়েছিলেন, সুলভে সাধারণ মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব। বাজেট হাসপাতাল ‘অনন্য’তে অপারেশন এবং অন্যান্য চিকিৎসা অনেক সস্তায় চালু করেও তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালুর পর চিকিৎসকদের একাংশ রে রে করে উঠেছিলেন। সেখানকার ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। অথচ সরকারি হাসপাতালমুখী কোটি কোটি জনতার একটি বিরাট অংশ সেই ওষুধ খেয়েই দিব্য সুস্থ হচ্ছেন। আর ‘অনন্য’র ক্ষেত্রে তাঁদের কাছে এমন যুক্তি দেওয়ার সুযোগও নেই। কারণ, এক্ষেত্রে চিকিৎসা বা অপারেশন যাঁরা করছেন, পিজির সেই সব শিক্ষক-চিকিৎসকদের বিদ্যাবুদ্ধি, দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কেউই। সবচেয়ে বড় কথা, প্র্যাকটিসিং ওইসব চিকিৎসকউ প্রাইভেটে ‘অনন্য’র দ্বিগুণ, তিনগুণ বা চার গুণ খরচে অপারেশন করেন। 
  • Link to this news (বর্তমান)