স্বার্ণিক দাস, কলকাতা: বন্ধু-বান্ধব কিংবা পরিবারের কোনও সদস্যের মেসেজ এল মোবাইলে— ‘হ্যাপি নিউ ইয়ার’। আগ্রহের বশে মেসেজে আসা এপিকে ফাইল খুলে ডাউনলোড করলেই বিপত্তি। ‘হ্যাপি নিউ ইয়ার’ নিমেষে পরিণত হবে ‘স্যাড নিউ ইয়ার’-এ। ফাইল ডাউনলোড করা মাত্রই ফোনের যাবতীয় তথ্য সহ ব্যাংক সংক্রান্ত গোপন নথি চলে যাবে প্রতারকদের হাতে। তা থেকেই চোখের পলকে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হওয়ার মেসেজ পাবেন গ্রাহক। খালি হয়ে যাবে সঞ্চিত অর্থ।
নতুন বছরকে স্বাগত জানানোর ফাঁদ পেতে প্রতারণার জাল বুনেছে সাইবার জালিয়াতরা। কলকাতার একাধিক থানা ও সাইবার সেলে এধরনের অভিযোগ জমা পড়ছে। তাই শহরবাসীকে সচেতন করতে ইতিমধ্যেই সতর্কতামূলক বার্তা ছড়াচ্ছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতি নিয়ত নিত্য নতুন গল্প ফেঁদে প্রতারণার তাল ঠুকছে সাইবার প্রতারকরা। এবার নিউ ইয়ারের শুভেচ্ছাবার্তার আড়ালেই সাধারণের পকেট কাটার ধান্দা। অপরিচিত নম্বর থেকে কোনও হোয়াটসঅ্যাপ মেসেজ এলে তো সাধারণ মানুষ সতর্ক থাকেন। সেক্ষেত্রে এই নতুন ফাঁদে পা দিচ্ছেন কেন আম জনতা? লালবাজার জানাচ্ছে, এখানেই রয়েছে টুইস্ট। কোনও অপরিচিত নম্বর থেকে মেসেজ আসছে না। জালিয়াতির উদ্দেশে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য মেসেজ আসছে পরিচিত নম্বর থেকেই। সেই নম্বরে চেনা হওয়ার জেরেই মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা বাড়ছে। পরিচিত নম্বর হওয়ার জন্যই ফাইলের মোড়কে মেসেজের বিষয়বস্তু খুলে দেখার জন্য উদগ্রীব হচ্ছে গ্রাহক। সেই সুযোগই পুরোদমে নিতে প্রস্তুত সাইবার জালিয়াতরা।
কীভাবে টার্গেটের পরিচিত ব্যক্তির মোবাইল নম্বর পাচ্ছে প্রতারকরা? লালবাজারের সাইবার বিভাগের এক আধিকারিক জানাচ্ছেন, লাগাতার হোয়াটসঅ্যাপ নম্বরে ‘হ্যাপি নিউ ইয়ার’ মেসেজ পাঠানো হচ্ছে। টার্গেট’কে পরিচিত ব্যক্তিদের নামে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। যেটি আদতে এপিকে ফাইল। তা ডাউনলোড করলেই ব্যাংক খালি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধু-বান্ধব, আত্মীয়, অফিসের কোনও সহকর্মী এমনকী টপ বসের থেকেই আসছে এসব শুভেচ্ছাবার্তা। তা দেখে উচ্ছ্বসিত আর আবেগঘন হলেই বিপদ বাড়বে বলে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। ডাউনলোড তো কদাপি নয়!
শুধু তাই নয়, ওয়াই-ফাই জোনে থাকলে অনেকেই হোয়াটসঅ্যাপে আসা ফটো, ভিডিও অটো-ডাউনলোড অপশন খুলে রাখেন। সেক্ষেত্রে মেসেজ পাঠালেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে এপিকে ফাইল ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। তাতেই বিপদ আরও বেশি। অজান্তে হ্যাক হয়ে যেতে পারে। ফোন। পুলিশ ও বিশেষজ্ঞমহল বলছে, অটো-ডাউনলোড অপশন আগে বন্ধ রাখতে হবে।