• জেলা কো-অর্ডিনেটর পদ তৈরি করল তৃণমূল কংগ্রেস
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলে জেলা-কো অর্ডিনেটর পদ তৈরি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৬ ডিসেম্বর দলের বৈঠকে এই নয়া পদ তৈরির কথা জানানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদ সৃষ্টি করা হচ্ছে। সেইমতো সোমবার ঘোষণা করা হল কারা কারা হচ্ছেন জেলা কো-অর্ডিনেটর। এর আগে তৃণমূলে পর্যবেক্ষক পদ ছিল। পরে তা উঠে যায়। ফের নতুন পদ কো-অর্ডিনেটর তৈরি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এসআইআর প্রক্রিয়ায় দলের কর্মসূচির পর্যবেক্ষণ ও নজরদারি করবেন কো-অর্ডিনেটররা। তৃণমূল সূত্রে খবর, মূলত দলে সক্রিয় নেতা-নেত্রীদেরই এই দায়িত্বে আনা হয়েছে। কোঅর্ডিনেটরের এই তালিকায় উল্লেখযোগ্য পদ পেয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শনী হাকিম। ভবানীপুর এবং কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের দুটির কো-অর্ডিনেটর করা হয়েছে প্রিয়দর্শিনীকে। বেশ কিছুদিন ধরেই প্রিয়দর্শনীকে তৃণমূলের সংগঠন শক্তিশালী করতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলায় হাবরা এবং অশোকনগর বিধানসভা কেন্দ্রের কো-অডিনেটর করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এই জেলায় একটা সময় জেলা সভাপতি এবং জেলা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন জ্যোতিপ্রিয়। পরে রাজ্যের খাদ্যমন্ত্রী হন। কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রী পদ চলে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার সক্রিয় রাজনীতিতে তিনি নেমে পড়েছেন। পোড় খাওয়া এই নেতাকে ফের দায়িত্ব দিয়েছে তৃণমূল। 

    পাশাপাশি বীরভূম জেলার ১১টি বিধানসভার জন্য কোনও নির্দিষ্ট ব্যক্তিকে কো-অর্ডিনেটর পদে দায়িত্ব দেওয়া হয়নি। এই জেলায় আগে থেকেই তৃণমূলের যে কোর কমিটি কাজ করছে, তারাই কো-অর্ডিনেটরের ভূমিকা পালন করবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। নন্দীগ্রাম, তমলুকের মতো চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)