• Breaking News Live: যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এয়ার ইন্ডিয়ার পাইলট
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। সোমবার রাতে শহরের পারদ নেমেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। বড়দিনের আগে ও বড়দিনে দু’বার পারদ ১২-এর ঘরে নামলেও (১২.৯ ও ১২.৮ ডিগ্রি), সোমবারের রাত কার্যত টেক্কা দিল চলতি শীতের বাকি রাতগুলিকে।

    দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার অফ-ডিউটি পাইলটের বিরুদ্ধে। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাইলট বীরেন্দ্র সেজওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আইজিআই বিমানবন্দরের টার্মিনাল ১-এ যাত্রী অঙ্কিত দেওয়ানকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এয়ার ইন্ডিয়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বীরেন্দ্রকে সাসপেন্ড করেছে।

  • Link to this news (এই সময়)