• বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, শহরে একাধিক কর্মসূচি অমিত শাহের, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে যাচ্ছেন। দুপুর ১২টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে তাঁর জনসভা রয়েছে। দলীয় কর্মীদের তিনি কী বার্তা দেন, সেই দিকে থাকবে নজর।

    তিন দিনের সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আজ একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। বেলা ১২টা নাগাদ তিনি সাংগঠনিক বৈঠক করতে পারেন। পাশাপাশি তিনি একটি সাংবাদিক সম্মেলনও করতে পারেন। এ ছাড়া RSS-এর কর্মকর্তা, বিজেপি বিধায়ক, সাংসদ ও কলকাতা পুরসভার কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে।

    আজ, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর, বঙ্গে আইন শৃঙ্খলার অবনতি এবং মতুয়াদের ভোটাধিকারের ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে পারেন তিনি।

    IWL-এ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও SESA ফুটবল অ্যাকাডেমি। কল্যাণী স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে শুরু হবে ম্যাচ। প্রথম দু’টো ম্যাচে জেতার পরে এ দিনের খেলায় মানসিক দিক থেকে এগিয়ে থেকে নামবে ইস্টবেঙ্গল।

  • Link to this news (এই সময়)