আজ, মঙ্গলবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কাঁপছে এলাকাবাসী
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একদিকে কুয়াশা, অন্যদিকে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত। কনকনে ঠান্ডায় কাবু উত্তরের এই জেলা। কুয়াশার কারণে দিনের বেলাতেও অন্ধকার নেমে এসেছে। সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। টুপটাপ ঝরে পড়ছে শিশির। ভিজে যাচ্ছে রাস্তা। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে চালকদের গরম চা, জল খাইয়ে সচেতন করা হচ্ছে। এই শীতেও অনেকে রাস্তার ধারে রাত কাটাচ্ছেন। তাঁদের গায়ে কম্বল তুলে দিতে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা। রাস্তার মোড়ে মোড়ে চলছে আগুন পোহানো। চায়ের দোকানে উপচে পড়া ভিড়। আজ, মঙ্গলবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। এদিন সকাল ৯টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা। সূর্যের দেখা মেলেনি। রাস্তায় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। জলপাইগুড়ি শহরের পাশাপাশি সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকাগুলি। জেলার প্রায় সর্বত্রই তাপমাত্রা এখন নিম্নমুখী। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বলে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও নামবে। অতিরিক্ত কুয়াশার জন্য মোটরবাইক ও গাড়ি চালকদের জাতীয় সড়কে ফগলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে।