• বাসের ভিতর থেকে হেল্পারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁশকুড়ার বাসস্ট্যান্ডে বাসের ভিতর থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসস্ট্যান্ডটি পাঁশকুড়া স্টেশন সংলগ্ন। সেখানেই পাঁশকুড়া-বর্ধমান রুটের ওই বাসটি নাইটহল্ট করে। রোজ ভোর ৪টে ১৫মিনিটে পাঁশকুড়া থেকে বর্ধমানের উদ্দেশে ছাড়ে। আজ, মঙ্গলবার ভোরে সেই বাস ছাড়ার আগেই দেখা যায়, তার হেল্পারের দেহ ঝুলছে। মৃতের নাম শেখ মিরাজ(৪২)।বাসের ভিতরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে দেহটি। কীভাবে মৃত্যু হয়েছে এখনও স্পষ্ট নয়। মৃত বাসকর্মীর বাড়ি হুগলির গোঘাটের উল্লামপুরে। পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মিরাজকে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  
  • Link to this news (বর্তমান)