• আগুনের গ্রাসে বিরাটির যদুবাবুর বাজার, পুড়ে ছাই ১৫০-টির বেশি দোকান
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: অগ্নিকাণ্ড বিরাটিতে। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজার প্রায় ভস্মীভূত। মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান ছাড়া সব পুড়ে গিয়েছে। গতকাল, সোমবার গভীর রাত দেড়টা নাগাদ আগুন লাগে যদুবাবুর বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন দমকলের কর্মীরা। যদিও আগুনের তীব্রতা তখন এতটাই ছিল যে সহজে নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলের কর্মীরা।আজ, মঙ্গলবার সকাল ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২০০১ সালে এই বাজারে আগুন লেগেছিল। তখন গোটা বাজার নতুন করে বানানো হয়। এত বছর পর ফের আগুন লেগে ক্ষতিগ্রস্ত বহু দোকান। রেললাইন সংলগ্ন এই বাজার বহু বছরের পুরনো। মাছ-মাংস, সব্জির পাশাপাশি একাধিক মুদির দোকান ছিল, যা সবই ভস্মীভূত হয়েছে। কিন্তু কীভাবে লাগল আগুন? তদন্ত করা হবে বলে জানিয়েছে দমকল। 
  • Link to this news (বর্তমান)