সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদির সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত-বাংলাদেশ সম্পর্ক।’
মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতায় এসেছিলেন। দুই দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। তাঁর প্রয়াণের খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদি। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান তাঁর পরিবারকে এই ক্ষতি সামলানোর সাহস দিন।’
২০১৫ সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদির সাক্ষাৎ হয়। সেই অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের উন্নতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক। খালেদার আত্মা শান্তিতে ঘুমোক।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা। চলতি মাসের শুরুতেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদি। দ্রুত আরোগ্য কামনা করেও বার্তা দেন। বিশ্লেষকদের মতে, অতীত ভুলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে আগ্রহী বিএনপি। নয়াদিল্লির তরফেও বিষয়টি নিয়ে সামান্য আগ্রহ থাকতেই পারে। এহেন পরিস্থিতিতে মোদির বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।