• বছরশেষে তিলোত্তমায় মরশুমের শীতলতম দিন, কততে নামল তাপমাত্রা?
    প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: বছরশেষে শহরবাসীকে শীতের উপহার। মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা। পারদ পতন বারোর ঘরে! হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়তে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।
  • Link to this news (প্রতিদিন)