• জমি ‘প্রতারণায়’ উধাও লক্ষাধিক
    আনন্দবাজার | ৩০ ডিসেম্বর ২০২৫
  • জমি কিনে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ল এক সেনাকর্মীর পরিবার। সম্প্রতি নিউ টাউন থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রের খবর, নদিয়া জেলার এক বাসিন্দা লিখিত অভিযোগে জানিয়েছেন, এক পরিচিতের মাধ্যমে খবর পেয়ে তিনি জমি কেনার পরিকল্পনা করেছিলেন। জানতে পেরেছিলেন যে, নিউ টাউন থানা এলাকার একটি জমি বিক্রি হবে। সেই মতো ওই বাসিন্দা এক মহিলার সঙ্গে যোগাযোগ করেন। যিনি নিজেকে জমির মালিক বলে দাবি করেছিলেন। সেই জমির মালিকের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন অভিযোগকারিণী। সংশ্লিষ্ট নথির তথ্যের সঙ্গে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসের নথি এবং সেই অফিসের ওয়েবসাইটের তথ্য মিলিয়ে দেখে নিশ্চিত হন তিনি। এর পরে এক জমির দালাল অভিযোগকারিণীকে ওই জমিটি দেখান। যে হেতু মিউটেশন থেকে শুরু করে জমিতে বাড়ি তৈরির নকশার অনুমোদন অভিযুক্ত মহিলার নামে ছিল, তাই কোনও ভাবে তাঁর সন্দেহ হয়নি।

    এর পরে দু’কাঠার সামান্য কিছু বেশি জমি কিনতে সবমিলিয়ে ২৫ লক্ষ টাকার বেশি খরচ করেন নদিয়ার বাসিন্দা ওই মহিলা। সেই জমি যখন তিনি ঘিরতে যান, তখনই স্থানীয় সূত্রে জানতে পারেন যে, যে মহিলা নিজেকে জমির মালিক বলে দাবি করেছেন, তিনি আসলে তা নন।

    এর পরেই অভিযোগকারিণী এক আইনজীবী নিয়োগ করেন। তাঁর সাহায্যে জমি সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে জানা যায়, জমির প্রকৃত মালিক নন অভিযুক্ত মহিলা। সেই সংক্রান্ত তথ্যও ঠিক নয়। তখন অভিযোগকারিণী বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। এর পরে অভিযুক্ত মহিলার সঙ্গে যোগাযোগ করলে কিস্তিতে টাকা ফেরতেরপ্রস্তাব পান অভিযোগকারিণী। কিন্তু সে পথে না হেঁটে মহিলা নিউ টাউন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।

    পুলিশ সূত্রের খবর, তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ওই জমি নিয়ে এমন তথ্যের অসঙ্গতি হল, সেই কাজে কাদের হাত ছিল, সে সব নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)