পুরনো বহু গাড়ি বাতিল, বৈদ্যুতিক গাড়ি কিনছে লালবাজার
আনন্দবাজার | ৩০ ডিসেম্বর ২০২৫
পুলিশের প্রায় ৫০০টি পনেরো বছরের পুরনো গাড়ি বাতিল হয়েছে আগেই। নতুন বছর পড়লে বাতিল হবে বাহিনীর আরও কয়েকশো গাড়ি। এই অবস্থায় গাড়ির সঙ্কটে ভুগছে কলকাতা পুলিশ। সেই সঙ্কট কাটাতে এ বার ২০০-র বেশি বৈদ্যুতিক গাড়ি কিনতে চলছে লালবাজার।ইতিমধ্যেই গাড়ি কেনার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। লালবাজারের আশা, নতুন বছর পড়লেই তাদের হাতে চলে আসবে ওই নতুন গাড়িগুলি। যার ফলে ভোটের আগে গাড়ির সঙ্কট থেকে কিছুটা রেহাই মিলবেবলে মনে করছেন পুলিশকর্তা থেকে শুরু করে কর্মীরাও।
লালবাজারের এক কর্তা জানান, বৈদ্যুতিক গাড়ি এলে সেগুলি বিভিন্ন বিভাগে দেওয়া হবে। আধুনিকীকরণের তহবিল থেকে ওই গাড়ি কেনা হচ্ছে। এর জন্য খরচ পড়ছে কয়েক কোটি টাকা। এ ছাড়া, কলকাতা পুলিশের তরফে নির্ভয়া প্রকল্পে ১৮১টি গাড়ি কেনার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। ওই সব গাড়ি চলে এলে সমস্যা আরও কিছুটা মিটবে।
কিছু দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কলকাতা পুলিশের একটি পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মোটরবাইক আরোহীর।ওই ঘটনার পরেই নড়েচড়ে বসেন পুলিশকর্তারা। ১৫ বছরের পুরনো এবং চলার অযোগ্য গাড়ির তালিকা তৈরি করে সেগুলি বাতিল করার সিদ্ধান্ত নেয় লালবাজার। সেই হিসাবেই এখনও পর্যন্ত কয়েকশো গাড়ি বাতিল করতে হয়েছে বলে খবর। এর সঙ্গে, পুলিশের গাড়িগুলির রক্ষণাবেক্ষণ এবং নথিপত্র যথাযথ রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে লালবাজারের তরফে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেও ২৮টি বৈদ্যুতিক গাড়ি কিনেছিল লালবাজার। সেই সময়ে আরও গাড়ি আসার কথাথাকলেও দরপত্রের শর্ত না মেলায় ওই গাড়ি কেনার প্রস্তাব বাতিল হয়ে যায়। এ বার অবশ্য দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু গাড়ি সরবরাহ করা বাকি আছে।
উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ি চালাতে প্রতিদিন ১৫০ টাকা খরচ হয়। বিপরীতে, পেট্রল বা ডিজ়েল চালিত গাড়ির প্রতিদিনের খরচ কোনও কোনও সময়ে এক হাজারটাকাও ছাড়িয়ে যায়। তাই পুলিশকর্তারা অর্থ সাশ্রয়ের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকেছেন বলে সূত্রের খবর।
পুলিশের একটি অংশের দাবি, বৈদ্যুতিক গাড়ি এলে ভাড়ার গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হবে। তবে, বৈদ্যুতিক গাড়ি কেনা হলেও সেগুলি থানায় বা ট্র্যাফিক গার্ডে দেওয়া যাবে না। কারণ, ওই বৈদ্যুতিক গাড়িতে পুলিশের বেতার যন্ত্র ব্যবহার করা যায় না। তবে, বাকি জায়গায় ওই গাড়ি ব্যবহার করা যাবে।
বর্তমানে কয়েকশো গাড়ি বাতিল হওয়ার ফলে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগের অফিসারদের ভাড়ার গাড়ি ব্যবহার করতে হচ্ছে। এমনকি, কলকাতা ট্র্যাফিক পুলিশের বিভিন্ন গার্ডের অতিরিক্ত ওসিদের ভাড়ার গাড়িতে চেপে এলাকায় যান চলাচল ব্যবস্থা সামলাতে হচ্ছে বলে খবর।