• ‘ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়...’, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর, মুখ্যমন্ত্রী মমতার
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • BNP চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার, তাঁর সমর্থক ও বাংলাদেশের মানুষকে সমবেদনা জানিয়েছেন। বেগম জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    এক্স হ্যান্ডলে সম্পূর্ণ বাংলায় BNP চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোক গমনের সংবাদে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

    প্রধানমন্ত্রীর কথায় উজ্জ্বল ২০১৫ সালে খালেদার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি। প্রয়াত নেত্রীর সঙ্গে ঢাকায় অফিসিয়াল সাক্ষাতের ছবিও এ দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, ‘২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা মনে পড়ছে। আমরা আশা করি, তাঁর ভাবনা আমাদের ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

    BNP চেয়ারপার্সনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার মৃত্যুতে একাধিক ভারতীয় নেতা-নেত্রী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেছেন।

    মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বেগম জিয়া পাকিস্তানের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা রইল। আল্লা তাঁর আত্মাকে শান্তি দিন।’

    বাংলাদেশের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ও খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াত হওয়ার খবরে শোকপ্রকাশ শেখ হাসিনার। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকার জন্য জাতির প্রতি তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ, যা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক গভীর ক্ষতি।’

  • Link to this news (এই সময়)