• ‘হিয়ারিংয়ের নোটিস পেয়ে আতঙ্কে ছিলেন’, ভোরবেলা ছাদের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • রামনগরে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। এলাকার লোকজনের দাবি, হিয়ারিংয়ের নোটিস আসায় আতঙ্কে ছিলেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার ভোরে বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রামনগর-১ ব্লকের সাদী এলাকার ঘটনা। মৃতের নাম বিমল শী। বয়স ৭৫ বছর।

    গৌরশঙ্কর শী নামে তাঁর এক প্রতিবেশী বলেন, ‘২০০২-এ SIR-এ নাম ছিল না। তা নিয়ে চিন্তায় ছিলেন বিমল। ২ জানুয়ারি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তা নিয়ে আরও উদ্বেগ বাড়ে। চার-পাঁচ দিন ধরে এ দিক ও দিক ঘুরছিলেন। ছেলে কাগজপত্রের ব্যবস্থা করছিল। আমার কাছেও জানতে চেয়েছিলেন কাগজপত্র ঠিক আছে কি না। আমি হ্যাঁ বলায় বিমল বলে, ‘আমার কী হবে কে জানে’।’

    গৌরশঙ্করের পানের দোকান। সোমবার সন্ধেয় সেখানে যান বিমল, বাড়ির জন্য কেক কেনেন। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান। এই অবধি সবই স্বাভাবিক ছিল বলে দাবি পরিবারের। প্রতিদিন ভোরে উঠে ব্যায়াম করেন বিমল। কিন্তু মঙ্গলবার ভোরে তাঁর দেখা পাননি স্ত্রী। এর পরেই ছাদের ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়।

    বিমলের ছেলে দীপক শী জানান, SIR-এর নোটিস আসায় কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন বাবা। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অতীশ বিশ্বাস জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)