• ‘ছাব্বিশের ভোটে অনুপ্রবেশই ইস্যু’, SIR আবহে বার্তা অমিত শাহের, আশ্বাস দিলেন মতুয়াদেরও
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • বাংলা জুড়ে চলছে SIR। শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। এই আবহে অনুপ্রবেশকেই হাতিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় তাঁর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের এটাই ছিল মূল সুর। কোনও রাখঢাক না রেখে অমিত শাহ বলে দিলেন, ‘২৬-এর বিধানসভা ভোটে অনুপ্রবেশই সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে। ওদের শুধু আটকাব তাই নয়, দেশ থেকে তাড়িয়ে ছাড়ব।’ একই সঙ্গে মতুয়াদের ‘কোনও ভয় নেই’ বলেও আশ্বাস দিলেন শাহ।

    সাংবাদিক সম্মেলনের শুরুতেই অমিত শাহ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ আর শুধু এই রাজ্যের সমস্যা নয়, গোটা দেশের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশের সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর জন্য সরাসরি রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। অমিত শাহের অভিযোগ, ‘বাংলার ভৌগলিক মানচিত্রের পাশাপাশি জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর রাজ্য সরকার তাকে চুপচাপ সমর্থন করে যাচ্ছে।’

    এ বারই প্রথম নয়, আগেও বাংলায় অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় সুর চড়িয়েছে বিজেপি। তার জবাবে রাজ্য সরকারও পাল্টা প্রশ্ন তুলেছে, সীমান্তে BSF কী করছে? তারা অনুপ্রবেশ আটকাতে পারছে না কেন? এদিন সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকারকে আক্রমণের সুরে বলেন, ‘আপনারা জমি দেননি। সীমান্তে ফেন্সিং করা যাচ্ছে না। এর দায় নেবেন না?’

    এখানেই থামেননি শাহ। আরও এক ধাপ এগিয়ে বলে দেন, ‘আপনার পুলিশ কী করছে? অনুপ্রবেশকারীরা ঢোকার পরে তাদের ধরছে না কেন? কেন তাঁদের বের করে দিচ্ছে না।’ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অসম, ত্রিপুরাতেও এক সময়ে অনুপ্রবেশের সমস্যা ছিল। এখন দুটো রাজ্যই শান্ত। রাজ্য সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘অসম, ত্রিপুরা, গুজরাট পারলে আপনারা পারছেন না কেন?’ উত্তরও দেন শাহ নিজেই, ‘কারণ অনুপ্রবেশকারীরা আপনার ভোটব্যাঙ্ক। তাই গোটা বিষয়টাকে আপনারা নীরবে সমর্থন করে চলেছেন।’ এটাকে তোষণের রাজনীতিও আখ্যা দেন তিনি।

    মতুয়াদের নাগরিকত্ব নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। SIR আবহে নাম বাদ যেতে পারে বলে অনেকেই আশঙ্কায় ভুগছেন। তবে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়ে বলেছেন, ‘মতুয়াদের নাম বাদ গেলে নাগরিকত্ব দিয়ে ফের ভোটার লিস্টে তুলে দেব।’ এদিন শাহের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী SIR, ভোটার লিস্ট — এই সবের মধ্যে ঢোকেননি। তিনি সোজাসুজি বলে দিলেন, ‘মতুয়াদের কোনও ভয় নেই। তাঁরা শরণার্থী। তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। কেউ তাঁদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।’

    ছাব্বিশের বিধানসভা ভোটে অনুপ্রবেশ যে বড় ইস্যু হতে চলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরুর সময়েই তা বোঝা গিয়েছিল বলে জানালেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে। তাঁদের মতে, এ দিনের সাংবাদিক সম্মেলনে অনুপ্রবেশকে সরাসরি ছাব্বিশের বিধানসভা ভোটের ইস্যু বানিয়ে অমিত শাহ সেই বৃত্তটা সম্পূর্ণ করলেন।

  • Link to this news (এই সময়)