• ‘শুধু বাংলাতেই অনুপ্রবেশকারী? তা হলে পহেলগামে হামলা কি আপনারা করিয়েছেন?’ শাহকে তুলোধোনা মমতার
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • অনুপ্রবেশ থেকে SIR, দুর্নীতি থেকে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক ইস্যুকে হাতিয়ার করে বাঁকুড়ার সভা থেকে শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর কারণে সাধারণ মানুষের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে শাহের পদত্যাগ চাইলেন তৃণমূল সুপ্রিমো।

    SIR আবহে বাঁকুড়ায় প্রাক-নির্বাচনী সভার আগাগোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘ভোট এলেই দুর্যোধন-দুঃশাসনরা বাংলায় আসেন। শকুনি মামার চেলারা ঘুরছে চারিদিকে। ভোট আসতেই নাম বাদ দিতে SIR।’ এখানেই শেষ নয়, অনুপ্রবেশ ইস্যুতে শাহের তোপের জবাবে পহেলগাম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নাকি কোনও অনুপ্রবেশকারী নেই! তা হলে কি পহেলগাম হামলা আপনারা করিয়েছেন? বাংলা ছাড়া কোথাও অনুপ্রবেশকারী নাকি নেই? তা হলে দিল্লিতে এত বড় বিস্ফোরণ কি আপনারা করালেন?’

    অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের বক্তব্যের জবাব ছাড়াও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই SIR নিয়ে আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান। SIR শুনানির কারণে মানুষের হয়রানির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও শুনানিতে হাজিরা দিতে হচ্ছে মানুষকে, সেই নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নবতিপর বৃদ্ধকেও শুনানিতে ছাড় দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা দুর্জন মাঝির মৃত্যু নিয়েও অভিযোগ করেন তিনি। মমতার কথায়, ‘SIR-এর নামে রাজ্যে অত্যাচার চলছে। SIR সময় নিয়ে হতো, তা হলে আপত্তি ছিল না। নির্বাচন আসতেই নাম বাদ দিতে হুড়মুড় করে SIR করছে। এখন শুনানিতে বৃদ্ধদের ডেকে এনে কষ্ট দিচ্ছে। শুনানিতে হাজির না হলেই নাম বাদ! ৯৫ বছরের, ৮২ বছরের লোকজনকে ডেকে পাঠাচ্ছে। SIR করতে দু’মাস সময় নিল, আর দেড় কোটি মানুষের নাম বাদ দিতে ২ দিন! এত মানুষের মৃত্যুর দায় নেবে কে?’ এত মানুষের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায়ী করে পদত্যাগপত্র চাইলেন মমতা। বললেন, ‘ওঁর পদত্যাগ করা উচিত।’

    SIR-এ অনিয়মের অভিযোগ তুলে কমিশনকেও দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, BJP-র হাতের পুতুল এই এজেন্সি। তাদের কথাতেই কাজ করছে। AI ব্যবহার করে ৫৪ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে তাঁরা। SIR শুনানি প্রসঙ্গে BLA-দের হিয়ারিংয়ে থাকতে না দেওয়া নিয়েও প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বিজেপির লোক নেই বলেই শুনানিতে BLA-দের ঢুকতে দিচ্ছে না। ওদের লোক নেই। হিয়ারিংয়ে এজেন্সির লোক দিয়ে কাজ করাচ্ছে।’ নিজেদের লোকেদের অভাবের জন্যই কমিশনকে দিয়ে BLA-দের প্রবেশে নিষেধাজ্ঞা বসিয়েছে।

    SIR-এ বাংলার মানুষের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে BJP, বাঁকুড়ার সভা থেকে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ দিনও SIR-এ নাম তোলা নিয়ে বার বার সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। নাম বাদ যাওয়া মানুষদের উদ্দেশে তাঁর পরামর্শ,‘অবশ্যই সাত নম্বর ও আট নম্বর ফর্ম ফিলআপ করবেন। এটা আপনাদের অধিকার। মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, তাতেও নাম বাদ। কারও নাম সিংহ, ইংরাজিতে সিনহা। তাতেই নাম বাদ দিয়ে দিচ্ছে।’

    ড্রাফটে নাম ওঠা ভোটারদেরও সতর্ক করে তিনি বলেছেন, ‘ড্রাফট লিস্টে নাম থাকলে ফাইনাল লিস্টে নাম থাকবে গ্যারান্টি নেই। BJP-এর অনেক বদমাশ ঘুরছে। অনেক বদমাইশি চলছে। আপনাকে খেয়াল রাখতে হবে। AI দিয়ে নাম বাদ দিচ্ছে দুরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী। চোখ-কান খাড়া রাখুন।’ একইসঙ্গে নতুন ভোটারদেরও নাম তোলার বিষয়ে সতর্ক হতে বলেন তিনি।

    ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে এ দিনও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘নাম বাদ দিলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। একটাও নাম বাদ গেলে আন্দোলন বাংলাতেও হবে, দিল্লিতেও হবে। ঘরের কারও নাম বাদ গেলে মা-বোনেরা গিয়ে বলবেন নাম তুলুন।’

    উল্লেখ্য, মঙ্গলবারই কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন বিরোধী। তৃণমূল সরকার জমি দেয়নি। তাঁর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করল? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কোথা থেকে আসত। পানাগড়, অন্ডাল, পেট্রাপোল, তারকেশ্বর- এ সবের জমি কে দিয়েছে। যা দিয়েছি, ওই কাজগুলো আগে করুন। আমি BSF-এর বিরুদ্ধে নই।’

    ২৬-এর লক্ষ্য নিয়ে অমিত শাহকে কটাক্ষ মমতার। বলেন,‘দুঃশাসনবাবু আজ বলেছেন দুই-তৃতীয়াংশ আসন পাবেন। এখন আর বলতে পারছেন না, ইস বার ২০০ পার। আমি বলছি, এ বার দেশ থেকে বার। নির্বাচনে জিতে গণতান্ত্রিক উপায়ে তোমাকে দেশ থেকে বের করব।’

  • Link to this news (এই সময়)