দুর্জন মাজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। পুরুলিয়ার পাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর ছেলে কানাই মাজি। মৃতের ছেলের দাবি, তাঁর বাবার বৈধ ভোটার কার্ড আছে। ২০০২ সালের SIR-এ নাম আছে, একাধিক নির্বাচনে ভোটও দিয়েছেন। তার পরেও দুর্জনকে হিয়ারিংয়ে ডাকা হয়, যা নিয়ে চিন্তায় ছিলেন। সেই মানসিক অবসাদেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে দাবি পরিবারের।
পুরুলিয়ার পাড়া বিধানসভার আনারা গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামের বাসিন্দা ছিলেন দুর্জন। গ্রামের কাছেই রেললাইন থেকে সোমবার তাঁর দেহ উদ্ধার হয়। এ দিকে সোমবারই পাড়া ব্লক অফিসে শুনানির জন্য ডাকা হয়েছিল তাঁকে। পরিবারের তরফে জানানো হয়, দুর্জনের ভয় ছিল, কাগজ ঠিকমতো দেখাতে না পারলে যদি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়!
তার উপরে আবার সোমবার শুনানিকেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে টোটো পাচ্ছিলেন না। ভয় পাচ্ছিলেন, সময়মতো শুনানিকেন্দ্রে পৌঁছতে না পারলে কী হবে? এর পরেই রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার করা হয়।
এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি পরিবারের। তাই এই প্রক্রিয়ার দায়িত্বে যাঁরা, তাঁরা এর দায় এড়িয়ে যেতে পারেন না বলেও দাবি তাঁদের। তাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় দুর্জনের পরিবার।