• দুঃশাসন, দুর্যোধন, হ্যাংলাবাবু, শকুনিমামা... শাহকে নিশানায় মমতার 'শব্দকল্পদ্রুম'
    আজ তক | ৩০ ডিসেম্বর ২০২৫
  • বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাছা বাছা বিশেষণে সরাসরি মোদী, অমিত শাহকে কার্যত তুলোধনা করেন মমতা। মঙ্গলবার সকালে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে দুর্নীতি, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন শাহ। এরপরেই বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে শাহ-সহ গোটা বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    বাছা বাছা কোন কোন বিশেষণ ব্যবহার করলেন? মমতা

    মমতা এদিন বলেন, "বাংলায় একজন দুঃশাসন এসেছেন। ভোট আসলে বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসে। শকুনির চ্যালা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে।"  যদিও এই আক্রমণে কোনও নাম উল্লেখ করেননি তিনি।

    কমরেড না বোমরেড!

    এদিন কলকাতা থেকে অমিত শাহ অভিযোগ করেছিলেন রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য জমি দিচ্ছে না। নাম না করে শাহকে পাল্টা তোপ দাগেন মমতা। তিনি বলেন, "কমরেড- বোমরেডদের প্রশ্ন করুন, আমি যদি জমি না দিতাম, তাহলে ECL-এর জমিগুলি কয়লা তুলবার জন্য কোন জায়গা থেকে এল।"

    হ্যাংলা!

    বিজেপিকে 'রাজনৈতিক হ্যাংলা' বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই রাজনৈতিক হ্যাংলার দল আগের বার এসে বলেছিল ইস বার ২০০ পার, হয়ে গিয়েছে পগাড়পার।"

    'কান কাটা'

    মমতা বলেন, "দুটো কান থাকলে এক কান কাটার ভয় থাকে, কিন্তু যার দুটো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কী?

    দূরাচারী, শকুনি মামা!

    মমতা বলেন, যতদিন বেঁচে থাকব ততদিন এই দূরাচারী, শকুনি মামা, দুর্যোধন, দুঃশাসনদের বিরুদ্ধে লড়ব। এছাড়াও, বিজেপিকে  দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারি, স্বৈরাচারী - বলেও তোপ দাগেন মমতা। 

    'ভ্যানিশ কুমার'

    বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের উপরেও তোপ দাগেন মমতা। বিজেপির সঙ্গেও সেটিং করে এ রাজ্যে SIR চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ না করেই তাঁকে 'ভ্যানিশ কুমার' বলে তোপ দাগেন মমতা।
  • Link to this news (আজ তক)