• যাঁরা আলাদা রাজ্যের পক্ষে তাঁদেরই ভোট দেবো, দিল্লি থেকে জানালেন কেএলও প্রধান জীবন সিংহ
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিস টক বা শান্তি আলোচনায় রয়েছেন কেএলও সুপ্রীমো জীবন সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। গতকাল, সোমবার একপ্রস্থ আলোচনা হয়েছে। আগামী বুধবার আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। তারই মাঝে আজ, মঙ্গলবার সকালে দিল্লি থেকে টেলিফোনে কেএলও প্রেসিডেন্ট জীবন সিংহ বলেন, এর আগে আমরা ছ’বার সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনা করেছি। সেই সময় গ্রেটার কোচবিহার বা কামতাপুর স্টেট, কামতাপুরী বা রাজবংশী ভাষার স্বীকৃতি, কোচ-রাজবংশীদের এসটি স্ট্যাটাস নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সেগুলি কেন আজ পর্যন্ত বাস্তবায়িত হল না? কেন দেরি হচ্ছে? এই বিষয়ে আলোচনা হয়েছে।সরকারের পক্ষ থেকে আমাদের জানিয়ে দিয়েছে, রাজবংশী বা কামতাপুরী ভাষার বিষয় ও কোচ-রাজবংশীদের এসটি তালিকাভুক্ত করার বিষয়টি সংসদে প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বাকিগুলি সরকারের আলোচনার মধ্যে রয়েছে। এনিয়ে বুধবার আবার সরকারের সঙ্গে আলোচনা হবে। আমরা অবশ্যই আশাবাদী। আমরা আমাদের দাবির জন্য জোড়দার সওয়াল করেছি। আলাদা রাজ্যের জন্য যে সব ক্রাইটেরিয়া সেসব কমপ্লিট রয়েছে। তাঁরা সবটাই শুনেছেন। তিনি আরও বলেন, আমাদের জনগণ দুইবারের বেশি বিজেপিকে ভোট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আলোচনা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিজেপিকে নাকি কংগ্রেসকে কাকে সমর্থন করছি, তা বলার অবকাশ নেই। সব কিছু সময়ে বলবে। আমরা ভোট দিলে যাঁরা আলাদা রাজ্যের পক্ষে তাঁদের ভোট দেবো। যাঁরা আলাদা রাজ্যের বিপক্ষে যাবেন তাঁদের আমরা ভোট দেবো না। 
  • Link to this news (বর্তমান)