• ‘পুতুল’ ওরফে খালেদার প্রয়াণে শোকস্তব্ধ জলপাইগুড়ি
    দৈনিক স্টেটসম্যান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • তখন অবিভক্ত দুই বাংলার দিনাজপুর জেলার অন্তর্গত ছিল জলপাইগুড়ি শহর। স্বাধীনতা পূর্ববর্তী সেই শহরে জন্ম হয় খালেদা জিয়ার। ছোটবেলায় তাঁকে ‘পুতুল’ বলে ডাকতেন সকলে। চা কোম্পানির শেয়ার কেনাবেচার সংস্থা ‘দাশ অ্যান্ড কোম্পানি’তে চাকরি করতেন বাবা মহম্মদ ইসকান্দর। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে এক হিন্দু পরিবারের সঙ্গে জমি বিনিময় করে খালেদারা চলে যান সেখানে। আর জলপাইগুড়ির ওই বাড়িতে গিয়ে বসবাস শুরু করে ওপারের চক্রবর্তী পরিবার। পরে আর খালেদার পরিবার জলপাইগুড়িতে ফেরেনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)