• সেটিং তত্ত্বে মুখ খুললেন অমিত শাহ
    দৈনিক স্টেটসম্যান | ৩০ ডিসেম্বর ২০২৫
  • বিজেপির একটাই লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে তাড়ানো। এদিন সেকথা স্পষ্ট করে দিয়ে শাহ বলেন, ‘বিজেপির নীচুতলার কর্মী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, সকলেই চান শিকড় থেকে তৃণমূলকে বাংলা থেকে উপড়ে ফেলতে।‘

    তাঁর আরও ব্যাখ্যা, ‘নরেন্দ্র মোদীজি নিজে কিছুদিন আগেও বাংলায় এসেছিলেন। জনসভা হয়নি, সেটার আলাদা কারণ আছে। কিন্তু তা নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রান্ত ধারণা ছড়াতে চান, ছড়াতে পারেন।‘তবে ‘বিজে-মূল সেটিং তত্ত্ব’ নতুন কিছু নয়। বিগত কয়েক বছরে এই সন্দেহ আরও জোরালো হয়েছে।

    এমনই সময়ে অমিত শাহ এসে কড়া বার্তা দিলেন, বিজেপির কোনও নেতা-কর্মী এমন কারও পাশে থাকবে না, যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়। তাঁর বক্তব্য, তৃণমূল সরকার রাজ্যকে কার্যত অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে শুধু সীমান্তে কড়াকড়ি নয়, বেআইনিভাবে ঢুকে পড়া মানুষদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো হবে বলেও সাফ জানান তিনি।

    শাহ আরও বলেন, ‘ভোট হারানোর ভয়েই তৃণমূলের তোষণের রাজনীতি। সেই কারণেই রাজ্যবাসীর স্বার্থ উপেক্ষিত।‘ এই বক্তব্যের শেষে রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আহ্বান, এমন এক শক্ত সরকার আনুন, যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে পারে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)