• বছরশেষে তিলোত্তমায় মরশুমের শীতলতম দিন, কততে নামল তাপমাত্রা?
    প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: বছরশেষে শহরবাসীকে শীতের উপহার। মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা। পারদ পতন বারোর ঘরে! হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়তে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষে যতই শীত জাঁকিয়ে পড়ুক না কেন, বর্ষবরণে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ ঢেকে যেতে পারে কুয়াশায়। কয়েক ডিগ্রি বাড়বে উষ্ণতা। ফলে দক্ষিণবঙ্গে ২০২৬ হতে চলেছে ‘উষ্ণ’ নববর্ষ। উত্তরবঙ্গে যদিও ঠিক এর বিপরীত আবহাওয়া থাকতে পারে। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। এই মুহূর্তে যদিও উত্তরের জেলাগুলিও কুয়াশায় ঢাকা। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি।

    উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি। তবে নতুন বছরে তা খানিকটা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ও তার আশেপাশে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সর্বোচ্চ হতে পারে ২১ ডিগ্রি পর্যন্ত। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯০ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)