• SIR শুনানিতে ডাক পেয়েই অবসাদগ্রস্ত! এবার রামনগরে ‘আত্মঘাতী’ বৃদ্ধ
    প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: হিয়ারিং নোটিস পাওয়ার পাওয়ার পরই গ্রাস করেছিল অবসাদ। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। পরিবারের অভিযোগ, শুনানিতে (SIR Hearing) ডাক পেয়ে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।

    জানা গিয়েছে, মৃতের নাম বিমল শী। বয়স ৭৫ বছর। পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রামনগর ১ নম্বর ব্লকের সাদী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সোমবার সন্ধেয় সেখানে প্রতিবেশী গৌরশংকর শী’র পানের দোকানে যান বিমলবাবু। বাড়ির জন্য কেক কেনেন। প্রতিদিনের মতো রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান বৃদ্ধ। রোজ ভোরে উঠে ব্যায়াম করেন বিমল। কিন্তু মঙ্গলবার ভোরে তাঁর দেখা পাননি স্ত্রী। এরপরই ছাদের ঘরে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।

    মৃতের এক প্রতিবেশী বলেন, “২০০২-এ SIR-এ নাম ছিল না। তা নিয়ে চিন্তায় ছিলেন বিমল। ২ জানুয়ারি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে এদিক ওদিক ঘুরছিলেন। ছেলে কাগজপত্রের ব্যবস্থা করছিল। আমার কাছেও জানতে চেয়েছিলেন কাগজপত্র ঠিক আছে কি না। আমি হ্যাঁ বলায় বিমল বলেন, আমার কী হবে কে জানে। তারপরই এই ঘটনা।” বিমলের ছেলে দীপক শী বলেন, SIR-এর নোটিস আসায় কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন বাবা। সেই কারণেই হয়তো চরম সিদ্ধান্ত। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অতীশ বিশ্বাস জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)