আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে ফের ভয়াবহ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাংলায়। ২৪ ঘণ্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ড। বিরাটির যদুবাবুর বাজারের পর এবার ঘটনাস্থল চাঁদনি চক। আজ মঙ্গলবার সন্ধ্যায় আচমকা চাঁদনি মার্কেটের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে গুদাম। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।