• রোজগারের খোঁজে ভিনরাজ্যে গিয়ে মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • দীর্ঘ ১৬ বছর ধরে ভিন রাজ্যে হাড়ভাঙা পরিশ্রম করে পরিবারের ভরণপোষণ করতেন ষষ্ঠী মাহাতো। সংসারে ছিলেন স্ত্রী সোনালী মাহাতো এবং এক ছেলে ও এক মেয়ে। অভাবের তাড়নায় বছরের পর বছর বাড়ি থেকে দূরে থাকতে হলেও পরিবারের মুখে অন্ন জুটত তাঁর রোজগারেই। কিন্তু শেষরক্ষা হল না। স্বামীর অকালমৃত্যুর পর চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী ও দুই সন্তান।

    সোনালী মাহাতোর অভিযোগ, মৃত্যুর পর এখনও পর্যন্ত কোনও জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিক তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। জরাজীর্ণ ভগ্নপ্রায় ঘরেই তাঁদের বাস। সরকারি আবাস যোজনার তালিকায় নাম থাকলেও এখনও ঘর মেলেনি। এখন সন্তানদের পড়াশোনা ও দু’বেলা অন্ন জোগাড় করা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)