• গঙ্গাসাগর মেলার পরিবহণ প্রস্তুতি খতিয়ে দেখলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • এবার গঙ্গাসাগর যাত্রার জন্য থাকছে বড়সড় পরিবহণ ব্যবস্থা। নদীপথে চলাচলের জন্য প্রস্তুত রাখা হচ্ছে প্রায় ১০০টি লঞ্চ, ২৩টি ভেসেল, ১৩টি বার্জ। সঙ্গে থাকছে ৩টি ওয়াটার অ্যাম্বুলেন্স ও ১টি এয়ার অ্যাম্বুলেন্স।

    সড়কপথে পুণ্যার্থীদের জন্য থাকছে প্রায় ২৫০০টি বাস। যেগুলি বাবুঘাট ও হাওড়া থেকে লট এইট পর্যন্ত চলবে। এছাড়া কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত আরও ২৫০টি বাস চালানো হবে।

    ভিড় সামলাতে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। গঙ্গাসাগরের বিভিন্ন ড্রপ গেটে বসানো হবে ট্রাফিক লাইট। ফলে দূর থেকেই পুণ্যার্থীরা বুঝতে পারবেন কখন থামতে হবে আর কখন এগোতে হবে। এই ধরনের ব্যবস্থা থাকছে মোট ৪০টি চিহ্নিত স্থানে লট এইট, কচুবেড়িয়া ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন অংশে। সুন্দরবন পুলিশ জেলার সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নিরাপত্তা ও নজরদারির জন্য বসানো হচ্ছে ৩১টি ওয়াচ টাওয়ার। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তৈরি হচ্ছে ২২০টি সাবস্টেশন। পুণ্যার্থীদের সুবিধার জন্য থাকছে ১৫৫টি মোবাইল চার্জিং পয়েন্ট।

    পরিদর্শনের শেষে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, গঙ্গাসাগর মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই সব দপ্তরের সমন্বয়ে এই প্রস্তুতি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)