• দুই ফুলে কোনও ‘বোঝাপড়া’ নেই, সেটিং তত্ত্ব খারিজে কী বার্তা দিলেন অমিত শাহ?
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: তৃণমূল–বিজেপির ‘সেটিং তত্ত্বে’র রাজনৈতিক ন্যারেটিভ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এ দিন সন্ধেয় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও উত্থাপিত হলো সেই ‘সেটিং’ প্রসঙ্গটি।

    মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে ‘সেটিং তত্ত্ব’ সংক্রান্ত প্রশ্নের জবাবে শাহ বলেন, ‘যারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তৃণমূলকে বাংলা থেকে উপড়ে ফেলাই আমাদের লক্ষ্য।’ সূত্রের খবর, এই একই বিষয় যখন সন্ধের রুদ্ধদ্বার বৈঠকে বিজেপির রাজ্য নেতাদের একাংশ উত্থাপন করেন, তখন শাহ কিছুটা বিরক্তির সুরেই বলেন, ‘এতজন কেন্দ্রীয় পর্যবেক্ষক তা হলে কেন বাংলায় পড়ে আছেন? বারবার কেন দিল্লি থেকে আমরা ছুটে আসছি।’ এরপরেই তিনি পার্টির নিচুতলার কর্মীদের মন থেকে ‘সেটিং’ সংক্রান্ত বিভ্রান্তি দূর করার টার্গেট দেন রাজ্য নেতাদের। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, ‘আপনারা দলের কর্মী এবং সাধারণ মানুষের মন থেকে এই বিভ্রান্তি দূর করুন। এবং সেটা দ্রুত করতে হবে। ভোটের আর বেশি দেরি নেই।’

    বাংলায় ভোটার তালিকায় স্পেশা‍ল ইনটেনসিভ রিভিশনের (সার) হিয়ারিং পর্ব চলছে এই মুহূর্তে। সূত্রের খবর, তা নিয়েও এ দিন সল্টলেক সেক্টর ফাইভের পাঁচতারা হোটেলের রুদ্ধদ্বার বৈঠকে উৎকণ্ঠা প্রকাশ করেন বঙ্গ–বিজেপি নেতৃত্বের একাংশ। শাহকে তাঁরা জানান, ‘সার’–এর কারণে বহু হিন্দু বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হলে ২০২৬–এর ভোটে বিজেপিকে সমস্যায় পড়তে হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, জবাবে রাজ্য নেতাদের উদ্দেশে শাহ বলেন, ‘এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এর মধ্যে আপনাদের ঢুকতে হবে না। আপনারা সংগঠনে কী খামতি আছে, সে দিকে আলোকপাত করুন।’ রাতে অন্য একটি হোটেলে আরএসএসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা সেখানে ছিলেন। তবে রাজ‌্য নেতাদের কাউকে ডাকা হয়নি বলেই খবর।

  • Link to this news (এই সময়)