তামিলনাড়ুর উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ফেরালেন রাষ্ট্রপতি
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
চেন্নাই: তামিলনাড়ু সরকারের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৬৮ বছরর পুরনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ও অপসারণের ক্ষমতা রাজ্যের হাতে চেয়ে বিধানসভায় বিল পাশ করেছিল ডিএমকে সরকার। এরপর বিলটি বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। বিগত দু’বছর ধরে উপাচার্য নেই মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে। উপচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে টানাপোড়েন অব্যাহত রাজ্য সরকারের। ২০২২ সালের এপ্রিলে বিধানসভায় অনুমোদিত ওই বিলে উপাচার্য নিয়োগ ও অপসারণের ক্ষমতা রাজ্যপালের থেকে রাজ্যের হাতে হস্তান্তরের কথা বলা হয়েছে। স্ট্যালিন সরকারের যুক্তি ছিল, সরকারের এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আরও গতি আসবে। তামিলনাড়ু সরকারের এক আধিকারিক বলেন, বিধানসভায় বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি।