• ২০৪৭ সালে দেশে সোলার ই-বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ১০ লক্ষ টন, নষ্ট করার পরিকাঠামোর অভাবে দূষণ-শঙ্কা
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশে দিন দিন সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ছে। এরমধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুৎ ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে ভারত। আশার এই আলোর মধ্যে অন্ধকার দিকটি ক্রমশ পিছনে চলে যাচ্ছে। বিপুল এই সোলার প্যানেল খারাপ হয়ে যাওয়ার পরে তা নষ্ট করা নিয়ে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই ভারতের। এই অবস্থায় সোলার প্যানেল থেকে সৃষ্ট ই-বর্জ্যের কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে ভর্তুকি দেয় সরকার। কেন্দ্রীয় সরকারের নথি অনুযায়ী ২৪ লক্ষ গ্রাহক এই ভর্তুকির সুযোগ নিয়েছেন। এখন অপ্রচলিত শক্তি ক্ষেত্রের ২০ শতাংশ আসে সৌর বিদ্যুত থেকে। তবে সোলার প্যানেল নষ্ট করা নিয়ে নানা মহলে আশঙ্কা দেখা দিয়েছে। এক একটি সোলার প্যানেলে রয়েছে সীসা, ক্যাডমিয়ামের মতো ধাতু। যাদের যথাযথভাবে নষ্ট না করলে পরিবেশ দূষণ হতে পারে। এক একটি সোলার প্যানেলের গড় আয়ু ২৫ বছর। এক থেকে দেড় দশক আগে ভারতে সোলার প্যানেলের ব্যবহার শুরু হয়। সেই হিসেবে আর দশ-পনেরো বছরের মধ্যেই সেগুলি ই-বর্জ্যে পরিণত হবে। অথচ এগুলির পুনর্ব্যবহার বা নষ্ট করার জন্য এখনও কোনও বাজেট বরাদ্দ নেই। একটি পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০৪৭ সালে দেশে সোলার ই-বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ১০ লক্ষ টন। যা নষ্ট করতে লাগবে ৩০০টি কেন্দ্র। খরচ হবে প্রায় ৫ হাজার কোটি। 
  • Link to this news (বর্তমান)