‘বাঙালি নিগ্রহ কেন? রাজ্যগুলিকে থামান’ মোদির সঙ্গে দেখা করে আর্জি অধীরের
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিজেপি শাসিত রাজ্যে কেন অত্যাচারের শিকার পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা? যে বাংলা ভাষাকে আপনার সরকার হেরিটেজ আখ্যা দিয়েছে, সেই বাংলাভাষীদের কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বৈষম্য আর নির্যাতনের শিকার হতে হবে? কিছু তো করুন। চুপ করে থাকলে তো চলবে না।’ মঙ্গলবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে এমনই প্রশ্নের মুখে ফেললেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, ‘অভিযোগ শুনে নরেন্দ্র মোদির মন্তব্য, এতটা আমি জানি না। অবশ্যই আপনার অভিযোগ খতিয়ে দেখব।’
ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে বিশদে বলার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন অধীর। ‘সময়’ মেলে। সেই মতো মঙ্গলবার ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদির মুখোমুখি হন অধীরবাবু। সাক্ষাতের আগেই অবশ্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অধীরবাবু জানিয়েছিলেন, ‘ভুলে যাবেন না, বাংলার এই গরিব পরিযায়ী শ্রমিকরাই কিন্তু সংশ্লিষ্ট ওই বিজেপি শাসিত রাজ্যে অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করছে। তাই হেনস্তা বন্ধে আপনি হস্তক্ষেপ করুন। দেশের সমস্ত রাজ্য সরকারকে সংবেদনশীল হতে নির্দেশ দিন।’