• নয়া বছরের ক্যালেন্ডার মোদিময়, সমস্ত মন্ত্রককে রাখার নির্দেশ
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইংরেজি নতুন বছর ২০২৬-কে ‘সেবা, সুশাসন এবং সমৃদ্ধি’ বর্ষ হিসেবেই চিহ্নিত করতে চায় মোদি সরকার। সেই মতো আজ, বুধবার চলতি বছরের শেষদিনে প্রকাশ হবে কেন্দ্রীয় সরকারের ক্যালেন্ডার। তবে বছর ইংরেজির হলেও ক্যালেন্ডারের পাতায় পাতায় থাকছে হিন্দিতে সরকারের স্লোগান। এমনকি, প্রথম পাতায় বড় করে লেখা হয়েছে ‘ভারত@২০২৬।’ সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রীর ছবি। স্বাধীনতা দিবসে তরুণ প্রজন্মের সঙ্গে করমর্দনরত মোদি। মোদিময় কেন্দ্রীয় সরকারের এই ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হবে সব মন্ত্রকে, দেশে-বিদেশে। সরকারি দপ্তরে তা টাঙানো একপ্রকার বাধ্যতামূলক বলেই জারি হবে আদেশ।

    ক্যালেন্ডারের ১৩টি পাতা। প্রত্যেক পাতাতেই নরেন্দ্র মোদির ছবি। এক একটি পাতায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অক্টোবরের পাতাটিতে রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের ধ্বজারোহণ। যার স্লোগান ‘পরম্পরা সে প্রগতি তক।’ বছরের প্রথম মাস জানুয়ারিতে নৌসেনার ছবির সঙ্গে স্লোগান ‘আত্মনির্ভরতা সে আত্মবিশ্বাস।’ শেষ মাস ডিসেম্বরে ব্রিকসের ছবি। সঙ্গে স্লোগান বিশ্ববন্ধু ভারত। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)