লাভ হচ্ছে না, বন্ধ এনবিএসটিসি’র ময়নাগুড়ি-ধাপরা রুটের পরিষেবা
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) ময়নাগুড়ি ডিপো থেকে ধাপরা রুটের পরিষেবা বন্ধ হয়ে গেল। বছরখানেক আগে এনবিএসটিসি’র ময়নাগুড়ি ডিপো থেকে ধাপরা রুটে বাস পরিষেবা শুরু হয়েছিল। ডিপো কর্তৃপক্ষের মতে ওই রুটে বাস চালাতে গিয়ে ক্ষতির মুখ দেখার কারণেই পরিষেবা বন্ধ করতে হয়েছে। ডিপো কর্তৃপক্ষ এবিষয়ে অবশ্য আঙুল তুলেছেন টোটোর বিরুদ্ধে। টোটো সহ ছোট গাড়ি চলাচলের কারণে সরকারি বাস পরিষেবা বন্ধ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ধাপরা রুটের সরকারি বাস ময়নাগুড়ি ডিপো থেকে সকালে যেত। এরপর ধাপরা থেকে ডিপোতে ফিরে আসত। পুনরায় দুপুরে বাস গিয়ে সন্ধ্যায় ফিরে আসত। ময়নাগুড়ি ডিপো থেকে ধাপরার দূরত্ব ৪৫ কিমি। এক সময় স্ট্যান্ডে সরকারি বাস দাঁড়ানো নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। সে সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রথম দিকে বেশ ভালো যাত্রী হলেও পরবর্তীতে যাত্রী সংখ্যা কমে যায়। ফলে ক্ষতির মুখে পড়ে সংস্থা। তার উপর বাস খারাপ হয়ে যায়। তাই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
এনবিএসটিসি’র ময়নাগুড়ি ডিপোর ট্রাফিকের দায়িত্বে থাকা সুবীর দাস বলেন, ওই রুটে বাস চালাতে আমাদের প্রায় চার হাজার টাকার জ্বালানি লাগত। সব মিলিয়ে প্রায় ৩৫০০ টাকা আসত। তার উপর কর্মীর অভাব রয়েছে। ক্ষতির কারণে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাসটি ঠিক করা হয়েছে। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের সদস্য অনন্ত দেব অধিকারী বলেন, প্রচুর ছোট গাড়ি হয়ে গিয়েছে। তার উপর টোটো। সে কারণেই ওই রুটে ক্ষতির মুখ দেখছিলাম আমরা। স্ট্যান্ডে দাঁড়াতেও সমস্যা হচ্ছিল। গাড়িটি অন্য রুটে চালানোর ব্যবস্থা করা হবে।