সংবাদদাতা, বালুরঘাট: পদ্মাপাড়ে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত। ভারত বিদ্বেষী শ্লোগান বেড়েই চলেছে। ওপারে দীপু দাস সহ অনেক হিন্দুকে হত্যার প্রতিবাদে আগেই উত্তরবঙ্গের বিভিন্ন শহরে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ হয়েছে। এবার বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ হল দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটেও। সেভেন সিস্টার এবং দক্ষিণ দিনাজপুরের একটা অংশ দখল করার হুমকি দেওয়ায় বালুরঘাটের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর কোনও বাংলাদেশিকেই বালুরঘাটে হোটেলে আশ্রয় দেওয়া হবে না। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা।
বালুরঘাটের পাশেই হিলি ইমিগ্রেশন ও স্থল বন্দর। হিলি দিয়ে এপারে এসে অনেক বাংলাদেশি ট্রেনের টিকিট কেটে দক্ষিণ ভারতে যান চিকিত্সার জন্য। বালুরঘাটের টিকিট বুকিং এজেন্সিরাও আর তাঁদের টিকিট কেটে দেবেন না। বালুরঘাটের একটি হোটেল মালিক শিবেন লাহার সাফ কথা, সবার আগে দেশ, পরে বাকি সব।
বাংলাদেশিদের বয়কট প্রসঙ্গে শিবেনবাবু বলেন, আমরা বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, আর কোনও বাংলাদেশিকে হোটেল ভাড়া দেব না। এই সিদ্ধান্ত ইতিমধ্যে হোটেলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ। বুধবার থেকে হোটেলের সামনে পোস্টার লাগানো হবে। যাতে কেউ বাংলাদেশিদের বুকিং না নেয়।
সীমান্তের ওপারে যেভাবে ভারত-বিদ্বেষের সুর চড়ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের জন্য বালুরঘাটে হোটেলের দরজা একেবারে বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেক হোটেল মালিক সুপ্রিয় বোস। তাঁর কথায়, বাংলাদেশিরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছে। এই পরিস্থিতিতে তাদের হোটেলে রুম দেওয়া সম্ভব নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি,আর কোনও বাংলাদেশিকেই হোটেল ভাড়া দেওয়া হবে না।
বালুরঘাটে টিকিট বুকিং এজেন্সি চালান বুবাই হালদার। বাংলাদেশ থেকে বহু মানুষ বালুরঘাটে এসে তাঁর কাছে দক্ষিণ ভারত সহ অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটে। বুবাই বলেন, আমরা আর এই সুযোগ দেব না। বাংলাদেশিদের টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছি। বালুরঘাটের ব্যবসায়ীদের একসুর, দেশের বিরুদ্ধে যারা শ্লোগান দেবে, তাদের কোনওভাবেই আর সাহায্য করা হবে না।
হিলি সীমান্ত দিয়ে বহু মানুষ ভারতে প্রবেশ করে বালুরঘাট শহরে আশ্রয় নেয়। আগে প্রতিদিন গড়ে একশোর বেশি বাংলাদেশি নাগরিক এদেশে আসতেন। এখন ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সংখ্যা কমলেও বাংলাদেশ থেকে ভারতে আসার সংখ্যা একই রয়েছে। নতুন করে বাংলাদেশিদের ভিসা না দেওয়া হলেও পুরনো ভিসাতে অনেকেই এখনও ভারতে আসছেন। তাঁরা বালুরঘাটে আশ্রয় নিয়ে ভিনরাজ্যে যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২২ টি হোটেল রয়েছে। ২২টি হোটেল মালিকই সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনও বাংলাদেশিকে ঘর ভাড়া দেওয়া হবে না।