ব্রিটিশ আমলের সেতু ভাঙার সময় বিপত্তি, উপর থেকে পড়ল পোক্লেইন মেশিন
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার লুকসানে ব্রিটিশ আমলে বানানো কুজি ডায়না সেতুটি ভেঙে নতুন করে তৈরি করা হবে। সেই কারণে পুরনো সেতুটি পোক্লেইন মেশিন দিয়ে কাটা হচ্ছে ক’দিন ধরেই। এদিন আচমকাই পোক্লেইন মেশিন সহ সেতু ভেঙে নদীবক্ষে পড়ে। এতে গুরুতর আহত হন মেশিন অপারেটর। তবে তিনি অল্পের জন্য প্রাণে বাঁচেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই মেশিন অপারেটর দীপঙ্কর দাসকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরই আসে নাগরাকাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা মহম্মদ ইলিয়াস বলেন, আমার বাড়ি কুজি ডায়না নদীর পাশেই। বিকেলে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে নদীর সামনে এসে দেখি সেতুর একাংশ ভেঙে পোক্লেইন মেশিন সহ অপারেটর নিচে পড়ে গিয়েছেন। আমরা সকলে মিলে তাঁকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটিতে নিয়ে যাই। ছেলেটি চোট পেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছে।
নাগরাকাটার বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে ঠিক কি হয়েছিল।
উল্লেখ্য, সেতুটি ১৯১৫ সালে তৈরি করা হয়েছিল। ২০১৫ সালে কুজি ডায়না নদীতে ব্যাপক জলস্ফীতিতে সেতুর নিচের অংশের মাটি সরে যায় এবং সেতু বসে যায়। তবুও বাইক ও সাইকেল সেতুর উপর দিয়ে চলছিল। এরপরই গত ৫ অক্টোবর ফের নদীর জলস্ফীতিতে সেতুর একাংশ ভেঙে যায়। তবে পূর্তদপ্তরের মাধ্যমে সেতুটি ভেঙে নতুন করে তৈরি করার কাজ চলছিল। গত কয়েকদিনের মতো এদিনও পোক্লেইন মেশিন দিয়ে সেতুটির কংক্রিটের স্ল্যাব কাটা হচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায়। নিজস্ব চিত্র