• রেলফটকে সাবওয়ের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ, খুশি ২০ গ্রামের বাসিন্দা
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বিষ্ণুপুরে রেলফটকে সাবওয়ের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। রেলকে দেওয়া পরিবহণ মন্ত্রকের ওই চিঠি হাতে পেতেই ভীষণ খুশি কুসুমবনীর বাসিন্দারা। তার কারণ বিষ্ণুপুরে রেল ফটকে লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রায় দু’বছর আগে ওই গ্রামের বাসিন্দারাই সাবওয়ে তৈরির দাবিতে প্রথম আন্দোলনে নামেন। পরে দ্বাদশবাড়ি, কাঁটাবাড়ি, যমুনাবাঁধ কলোনি সহ অন্তত ২০টি গ্রামের বাসিন্দারা আন্দোলনে শামিল হন। অর্থ বরাদ্দ হওয়ার খবরে তাঁরা ভীষণ খুশি।

    আন্দোলনকারী ভিক্টর বাউরি বলেন, সাবওয়ের জন্য আমরা কোনওরকম রাজনীতি চাইনি। সমস্যার সমাধানের জন্য রেলের কাছে আমরা বহুবার দরবার করেছি। রাস্তা অবরোধ থেকে শুরু করে স্টেশনে বিক্ষোভ আন্দোলন করেছি। বিষ্ণুপুরের সাংসদের কাছেও দাবি জানিয়েছি। মঙ্গলবার আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।  তাতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ১১কোটি ৩লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ হয়েছে বলে জানানো হয়েছে। এবার আশা করি, শীঘ্রই সাবওয়ে নির্মাণের কাজ শুরু হবে। এটা হলে বাসিন্দাদের বিষ্ণুপুর শহরে যাতায়াতের সমস্যার সমাধান হবে। এতে আমরা ভীষণ খুশি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় রেল ফটকের পশ্চিম প্রান্তের বিভিন্ন গ্রামের মানুষের অসুবিধার কথা আমি নিজে উপলব্ধি করেছি। সেই জন্য রেলমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় পরিবহণ দপ্তরে একাধিকবার দরবার করেছি। রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই প্রকল্পে ছাড়পত্র পেতে অসুবিধা হচ্ছিল। অবশেষে সেই ছাড়পত্র মিলেছে। সাবওয়ের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। বিষ্ণুপুরের উন্নয়নের জন্য আমি নীরবে কাজ করছি। বিষ্ণুপুরে আরও কয়েকটি প্রকল্প মঞ্জুরের বিষয়ে আমি লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, সেগুলিও হয়ে যাবে। 

    বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে এমন ক্ষেত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কখনও রাজনীতি করেন না। বিষ্ণুপুরে রেলের সাবওয়ের জন্য একইভাবে জমি দিতেও রাজ্য সরকার এতটুকু কার্পণ্য করেনি। শুধুমাত্র গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। রেলফটকে সাবওয়ে তৈরিতে রা‌জ্য সরকারের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। 

    বিষ্ণুপুর স্টেশনের দক্ষিণ ফটক দিয়ে ৬০নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে। প্রায় দু’বছর আগে ওই সড়কের উপর রেলওয়ে ওভারব্রিজ চালু করা হয়। ওই সময়েই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। এতেই সমস্যায় পড়েন কুসুমবনী, দ্বাদশবাড়ি, কাটাবাড়ি সহ অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। ওভারব্রিজের উপর দিয়ে অনেকটা ঘুরপথে বিষ্ণুপুর শহরে যাতায়াত করতে হচ্ছে। দূরত্ব এড়ানোর জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে রেল লাইন পার হয়। তাই সাবওয়ে তৈরির দাবিতে বাসিন্দারা আন্দোলনে নামেন। রাজ্য সরকারের পূর্তদপ্তর জমির জন্য সবুজ সংকেত দেওয়ার পরেই কেন্দ্রীয় পরিবহণ দপ্তর সাবওয়ের জন্য অর্থ বরাদ্দ করে। আগামী তিন মাসের মধ্যে অন্তত অর্ধেক নির্মাণকাজ করে ফেলতে হবে। ২০২৬-’২৭অর্থবর্ষের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)