• জানুয়ারিতেই উদ্বোধন হতে পারে রানাঘাট কলেজের নতুন ভবনের
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দীর্ঘ প্রতীক্ষার অবসান। নতুন বছরেই নতুন ভবন পেতে চলেছে রানাঘাট কলেজ। ৭৫তম বর্ষের সমাপ্তির সম্মুখে দাঁড়িয়ে অত্যাধুনিক ভবনটির উদ্বোধন হবে। বিজ্ঞান বিভাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট স্থানান্তরিত করা হবে ওল্ড বহরমপুর রোড সংলগ্ন এই ভবনটিতে। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের একটি আভ্যন্তরীণ বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা শহর রানাঘাট। ফলে প্রতিষ্ঠার পর থেকেই ক্রমশ গুরুত্ব বাড়তে শুরু করে রানাঘাট কলেজের। শহর এবং শহর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলি তো বটেই, হাঁসখালি, রানাঘাট ২, চকদহ, শান্তিপুরের মতো ব্লকগুলি থেকেও প্রচুর পড়ুয়া বর্তমানে এই কলেজে পড়তে আসেন। বর্তমানে এই একটিমাত্র কলেজেই পড়ুয়া সংখ্যা প্রায় ১৪ হাজার। ফলে স্বাভাবিকভাবেই স্থান সংকুলান হয় না কলেজের বর্তমান পরিসরে। তাই বাড়তি জায়গা পেতে কলেজ চত্বরেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেই কলেজ কর্তৃপক্ষ। নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয় আটতলা বিশিষ্ট কলেজ ভবন তৈরির জন্য। গত দু’ বছর কাজের পর বর্তমানে সেই ভবন শেষের পথে। শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। কলেজ সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে নতুন বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হবে নতুন ভবনটি। প্রথম দফায় সমস্ত বিজ্ঞান বিভাগ স্থানান্তরিত করা হবে নতুন ভবনে। কারণ সেখানে তৈরি করা হয়েছে অত্যাধুনিক ল্যাব। থাকছে স্মার্ট ক্লাসরুম সহ অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও দু’টি লিফট থাকছে ভবনের দুই প্রান্তে। আটতলা বিশিষ্ট এই ভবনটি রানাঘাট শহরের সবচেয়ে উচ্চতম ভবন। যা তৈরির বরাত পায় রাজ্য সরকারের সংস্থা ম্যাকিন্টস বার্ন। রানাঘাট কলেজের অধ্যক্ষ অরূপকুমার মাইতি বলেন, নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকা থেকে পড়ুয়ারা রানাঘাট কলেজে পড়তে আসেন। বিজ্ঞান কলা এবং বাণিজ্যের একাধিক বিভাগ রয়েছে আমাদের এখানে। ফলে এই কলেজে ভর্তির চাহিদাও থাকে। ১৪ হাজার পড়ুয়াকে একসঙ্গে জায়গা দেওয়া যথেষ্ট সমস্যার। তাই আমরা নিজস্ব তহবিল খরচ করে এই নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম। জানুয়ারি মাসেই আমরা এই নতুন ভবন চালু করব। প্রথম পর্যায়ে সমস্ত বিজ্ঞান বিভাগ সরিয়ে আনা হবে এখানে। 

    প্রসঙ্গত, বর্তমানে রানাঘাট কলেজের ২৩টি বিষয়ে অনার্স পড়ানো হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে দশটি বিষয়, কলা বিভাগে ১২টি এবং বাণিজ্য বিভাগের একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের তরফে আইন এবং সাংবাদিকতা পড়ানোর জন্য বিভাগ চেয়ে আবেদন করা হয়েছে শিক্ষাদপ্তরের কাছে। স্বাভাবিকভাবেই, শিক্ষাদপ্তরের তরফে এই আবেদনের সিলমোহর দেওয়া হলে আরও ছাত্রছাত্রী বাড়তে পারে।
  • Link to this news (বর্তমান)