বাংলার মনীষীদের ছবি দিয়ে সম্প্রীতি রক্ষার শপথ তৃণমূলের ক্যালেন্ডারে
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
রাহুল চক্রবর্তী, কলকাতা: বাংলার বরেণ্য মনীষী ও সমাজ সংস্কারকদের দেখানো পথেই আগামীর লড়াইয়ের শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ২০২৬ সালের ক্যালেন্ডারেও তার প্রতিফলন মিলল। সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাণপুরুষদের ছবি তুলে ধরে তৃণমূল ক্যালেন্ডারে লিখেছে, ‘জয় হিন্দ, জয় বাংলা।’
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৬। প্রতিবছরের মতো এবারও তৃণমূলের তরফে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত ওই ক্যালেন্ডার রাজ্যের সব প্রান্তে বিতরণ করা হবে। এই ক্যালেন্ডারে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী প্রমুখের ছবি। দলের তরফে প্রকাশিত ক্যালেন্ডারে তৃণমূল লিখেছে, ‘বাংলার এই পুণ্যভূমি, ভারতের বীর সন্তান দৃপ্তকণ্ঠে গাহিছে আজ মহামিলনের গান।’ তৃণমূলের শপথ, ‘সম্প্রীতি আর ঐক্যের বন্ধনে হোক বর্ষবরণ।’তাৎপর্যপূর্ণ হল, ২০২৫ সালের তৃণমূলের প্রকাশিত ক্যালেন্ডারে মমতা ও অভিষেকের ছবি ছিল। কিন্তু ২০২৬ সালের ক্যালেন্ডারে বাংলার মনীষীদের ছবি তুলে ধরে তৃণমূল বার্তা দিয়েছে, রাজনৈতিক দিক থেকে ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিজেপি বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, নির্বাচনে তাদের বিরুদ্ধে লড়াই করেই বাংলাকে বাঁচাতে হবে। কয়েকদিন আগেই মমতা বলেছেন, বাংলা বাঁচলে দেশ বাঁচবে। আর অভিষেকের বক্তব্য ছিল, বাংলার বিরোধী জমিদারদের বিরুদ্ধে লড়াই আমাদের। তাছাড়া তৃণমূল তার ক্যালেন্ডারের মাধ্যমে সমাজ সংস্কারক ও মনীষীদের সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেছে। সেখানে তৃণমূলের বক্তব্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করেছেন বিজেপি নেতারা। বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্বোধনে অপমান করেছেন এক বিজেপি নেতা। এই পরিস্থিতিতে বাংলার মনীষী ও সমাজ সংস্কারকদের ছবি সামনে রেখে বিজেপিকে বার্তা দেওয়া হয়েছে, এবার মনীষীদের অপমানের জবাব ছাব্বিশে ভোট বাক্সেই দেবেন এই বাংলার জনগণ।