• বাদুড়িয়ার সম্প্রীতি মেলা, ৮ ফুটের কচু, ৬ কেজির লাউ দেখতে বিপুল ভিড়
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: মেলার বিভিন্ন স্টলে রয়েছে হস্তশিল্প। নানা রংয়ের কাপ-প্লেট, কাচের চুড়ি, ইমিটেশনের গয়না। শিশুদের জন্য নাগরদোলা, কৃত্রিম ওয়াটার পার্ক, জাম্পিং স্টেশন তৈরি হয়েছে। মেলায় মুক্তমঞ্চে রোজ টলিউড ও সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে। তবুও সম্প্রীতি মেলার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কৃষি স্টলে বিপুল ভিড়। ব্যাপারটা কী?

    আসলে এই স্টলে রয়েছে প্রায় আট ফুটের দেশি কচু, ছ’কেজি ওজনের লাউ, ১২ ফুটের আখ, তিন কেজি ওজনের বাঁধাকপি, দেড় কেজি ওজনের ওলকপি, আড়াই কেজি ওজনের পেঁপে, জৈব সার দিয়ে চাষ করা বিভিন্ন রকমের ফুলগাছ। বাদুড়িয়া দিলীপ স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি মেলা। আর সেই মেলাতে কৃষকদের ফলানো রকমারি সব্জি স্টলে ভিড় কৃষক থেকে এলাকাবাসীদের।

    সম্প্রীতি মেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত বলেন, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের এই মেলা। বাদুড়িয়া মূলত কৃষিভিত্তিক এলাকা। ইছামতীর উর্বর পলিমাটিতে প্রচুর পরিমাণে ধান ও পাটের উৎপাদন হয়। তবে আমাদের মনে হয়েছে সব্জি চাষটা যেন কম হয়ে যাচ্ছে। সেই কথা মাথায় রেখেই এই স্টলটি তৈরি করা হয়েছে। মেলার ষষ্ঠ দিনেও এলাকার বাসিন্দাদের আগ্রহ দেখে আমাদের ভালো লাগছে। গোবরডাঙার আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠের শিক্ষিকা মৌসুমি ঘোষ বলেন, আমার দুই ছেলেকে নিয়ে এসেছি। মেলার পরিবেশটা অসাধারণ। ধন্যবাদ মেলা কর্তৃপক্ষকে। আজকের প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার জন্য যে স্টলগুলি রাখা হয়েছে, তা মেলার পরিবেশকে অন্য মাত্রা জুগিয়েছে। মেলা কমিটির সদস্য শাহনওয়াজ সর্দার বলেন, কৃষি আমাদের ভিত্তি। তাই আগামী বছর থেকে যেসব কৃষক ভালো ফসল ফলাবেন, তাঁদের পুরস্কৃত করা হবে।
  • Link to this news (বর্তমান)