• শীতের ঝোড়ো ইনিংস, কাঁপুনিতে এগিয়ে দক্ষিণবঙ্গ
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিজে নেমে প্রথমে একটু ঠুকঠাক। কিছুটা রক্ষণাত্মক। তারপর শুরু ঝোড়ো ইনিংস! কোনও রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী নয়। কথা হচ্ছে চলতি শীতের মতিগতি নিয়ে। মঙ্গলবার শীতের এমনই মারকাটারি ‘ব্যাটিং’-এর সাক্ষী থাকল রাজ্যবাসী। আর এক্ষেত্রে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ।  

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। রাজ্যের সমতল এলাকার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল পুরুলিয়ায়। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ৭.২ ডিগ্রিতে নেমে যায়। অথচ হিমালয় লাগোয়া ডুয়ার্স এলাকা, এমনকি কালিম্পংয়েও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি। পাহাড়ি শহর কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া তো বটেই, শ্রীনিকেতন, বাঁকুড়া, বর্ধমান, বহরমপুর, এমনকি কলকাতার কাছাকাছি শহর কল্যাণীর থেকেও বেশি ছিল। উত্তরবঙ্গে একমাত্র আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার কাছাকাছি ছিল। জলপাইগুড়ি, কোচবিহার, বাগডোগরায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশপাশে। কলকাতা (১২.৬ ডিগ্রি) ও জলপাইগুড়ির (১২.৫) সর্বনিম্ন তাপমাত্রা ছিল কাছাকাছি। তবে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি। দার্জিলিং পাহাড়ের নেপাল সীমান্তে তুষারপাতও হয় মঙ্গলবার।

    উত্তরবঙ্গের পার্বত্য এলাকার থেকেও দক্ষিণবঙ্গে কেন বেশি ঠান্ডা? আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, মেঘ ও কুয়াশা ঢাকা পরিবেশের জন্য উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় সেখানেও দিনভর ঠান্ডা ভালোই টের পাওয়া গিয়েছে। পাহাড়ি শহর হলেও কালিম্পংয়ের উচ্চতা বেশি নয়। শীতকালে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মাঝেমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের থেকে বেশি হয়। বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তর জন্য সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অনেক জায়গায় মেঘলা ও কুয়াশা হয়। যে  কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। মঙ্গলবারও কলকাতা ও লাগোয়া এলাকায় সকালের দিকে কুয়াশা ছিল। তবে এদিন রোদের দেখা মিলেছে কিছুটা আগে। তাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ১৯.৬ ডিগ্রি হয়। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০-২১ ডিগ্রি হতে পারে। তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া অধিকর্তা আরও জানিয়েছেন, পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসায় বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। বাড়তে পারে কুয়াশাও। ঝঞ্ঝার জন্য দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত এবং ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন হাল্কা বৃষ্টি হতে পারে। ৫ জানুয়ারি নাগাদ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে ফের পারদ নামতে শুরু করবে। 
  • Link to this news (বর্তমান)