• Breaking News Live: বছরের শেষ দিনে রেকর্ড শীত! কলকাতায় আরও কমল তাপমাত্রা
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলল ২০২৫ সালের শীতকাল। বছরের শেষ দিনে কলকাতার তাপমাত্রা নেমে এল ১১ ডিগ্রিতে। এই মরশুম তো বটেই, গোটা বছরের মধ্যে এটিই হয়ে রইল শীতলতম দিন। ভোরের দিকেই ঠান্ডার তীব্রতায় কাঁপতে শুরু করে মহানগর থেকে জেলা—সর্বত্রই শীতের দাপট স্পষ্ট।

    ঘন কুয়াশার চাদরে ঢাকা দিল্লি। দৃশ্যমানতা প্রায় শূন্য। এর জেরে ব্যাহত বিমান চলাচল। বুধবার সকালেই এই নিয়ে যাত্রীদের জন্য বিশেষ অ্যাডভাইজ়ারি জারি করল দিল্লি বিমানবন্দর। একই কারণে ট্রেনও চলছে দেরিতে।

  • Link to this news (এই সময়)