• মরুশুমের শীতলতম দিন, বর্ষশেষে কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনে জাঁকিয়ে ঠাণ্ডা। জবুথবু রাজ্যবাসী। পারদ নামল ১১ ডিগ্রিতে। আজ, বুধবার মরশুমের শীতলতম দিন। জেলায় কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। কমেছে দৃশ্যমানতাও। ২০২১ সালের পর আজ শহর কলকাতার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি। এরপর আজ সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫.৮ ডিগ্রি কম। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কুয়াশা থাকবে। দুপুরের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পারদ ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। আজ বীরভূমের শ্রীনিকেতনে ৬.৫ ডিগ্রি, মালদহে ৯.৫ ডিগ্রি এবং দার্জিলিংয়ে পারদ নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 
  • Link to this news (বর্তমান)