• ফের নাশকতার ছক? বর্ষবরণের আগে রাজস্থানে উদ্ধার ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৫
  • বর্ষবরণের উৎসবের রং ফিকে করতে কি নাশকতার ছক কষছে জঙ্গিরা? রাজস্থানে ছড়াল এমনই আতঙ্ক। ৩১ ডিসেম্বর, বুধবার সকালে রাজস্থানের টঙ্ক জেলা থেকে উদ্ধার হলো বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    সূত্রের খবর, এ দিন রাজস্থানের টঙ্কে একটি মারুতি সিয়াজ় গাড়ি থেকে ইউরিয়া সারের বস্তায় লুকোনো ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। এ ছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং ছয় বান্ডিল সেফটি ফিউজ তার (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১০ নভেম্বর লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণে ব্যবহার হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট।

    গোপন সূত্রে খবর পেয়ে এ দিন তল্লাশি চালায় বারোনি থানার পুলিশ। তাতেই সন্ধান মেলে এই বিস্ফোরক বোঝাই গাড়িটির। তাতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। PTI-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের নাম সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি। বুন্দি থেকে টঙ্কে ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)